ad720-90

লাইসেন্স পেল রাইড শেয়ারিং কোম্পানি পিকমি


লাস্টনিউজবিডি,০২ রা জুলাই: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর লাইসেন্স পেল স্থানীয় রাইড শেয়ারিংয়ে কোম্পানি পিকমি।

২৪ জুন বিআরটিএর কাছ থেকে এ বিষয়ে অনুমোদন পেলেও সোমবার (১ জুলাই) সংশ্লিষ্ট ফি জমা দেওয়ার পর সরকারের দিক থেকে কোম্পানিটির সেবার অনুমোদন প্রক্রিয়া শেষ হয়।

অনুমোদনের আগে ১০০ জন চালক ও বাহনের নিবন্ধনের বিস্তারিত জমা দিয়েছে পিকমি।

পিকমির বিজনেস অপারেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার শরিফুল ইসলাম তারেক বলেছেন, অনলাইনে পাওয়া অনুমোদনের সঙ্গে সঙ্গে আরও চালক এবং বাহন নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

বিআরটিএ লাইসেন্সিং নীতিমালায় পরিবর্তন আনার পর পিকমি প্রথম অনলাইনে আবেদন করে এবং তাদের কাছ থেকে অনুমোদনও মেলে বলে জানিয়েছেন তিনি।

লাস্টনিউজবিডি/আনিছ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar