ad720-90

‘অ্যাম্বুলেন্স’ শব্দটা ইংরেজিতে উল্টো করে লেখা থাকে কেন ?


একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে, প্রায় সব অ্যাম্বুলেন্সের সামনেইঅ্যাম্বুলেন্সশব্দটা ইংরেজিতে উল্টো করে লেখা থাকে। কেন ভাবেঅ্যাম্বুলেন্সশব্দটা উল্টো করে লেখা থাকে জানেন? এটা কি নিছকই কোনও কায়দা বা স্টাইল, নাকি এর পেছনে কোনও বিশেষ কারণ লুকিয়ে রয়েছে! আসুন জেনে নেওয়া যাক

কথা নিশ্চয়ই জানেন যে, আমরা যখন আয়নায় কোনও কিছুর প্রতিবিম্ব দেখি, তখন সেটিকে আনুভূমিকভাবে উল্টো দেখি। একই ভাবে অ্যাম্বুলেন্সের সামনে ইংরেজি হরফে উল্টো করে লেখাঅ্যাম্বুলেন্সশব্দটার প্রতিবিম্ব সামনের গাড়িটির লুকিং গ্লাসে সঠিক ভাবেই দেখা যাবে। ফলেঅ্যাম্বুলেন্সশব্দটা লুকিং গ্লাসে দেখে সহজেই পথ ছেড়ে দেওয়া যাবে। এই কারণেই যে কোনও অ্যাম্বুলেন্সের সামনেইঅ্যাম্বুলেন্সশব্দটা ইংরেজি হরফে উল্টো করে লেখা থাকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar