ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (polo-shirt)
আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।
বিষয়ঃ গার্মেন্টসের কাজ শিখুন polo shirt পার্ট ৷
পোলো শার্ট (ইংরেজি: Polo shirt) হল এক ধরনের কলারবিশিষ্ট জামা| এর প্ল্যাকেটে শার্টের ধরন অনুযায়ী দুই থেকে তিনটি বোতাম থাকে| এছাড়াও অনেকসময় সাথে একটি ঐচ্ছিক পকেট থাকে| এটি টেনিস শার্ট এবং গলফ শার্ট নামেও পরিচিত| এটি সাধারণত নিট কাপড় দ্বারা তৈরি হয় এবং কাপড়ের উপাদান হিসেবে তুলা বা কৃত্রিম লিলেনের ফাইবার প্রাধান্য পায়|
ইংরেজী ডিকশনারি polo shirt এর সংজ্ঞা:
পোলো শার্টের সংজ্ঞাটি ডিকশনারি
একটি কলার এবং বোতামে তিনটি বোতাম খোলার সঙ্গে একটি বোনা তুলো শর্টেড শার্ট।
Polo sirt part Name:
- Collar
- Placket
- Button
- Neck Tape
- Yoke
- Sleeve
- Cuff
- Body
- Bottom hem
- Armhole
- Shoulder
- Arm hole
- side seam
- collar point
- Neck
- Fornt part
- Back part
- Chest
এছাড়াও
-
- প্রিন্ট,
- এমব্রয়ডারি,
- পমপম,
- ও লোগো ৷
- In side
- Top side
ইত্যাদি পার্ট রয়েছে ৷
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে হবে পরের পোষ্টে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।
TrickBD.com
Comments
So empty here ... leave a comment!