ad720-90

সাইবার হামলায় স্কটিশ বিদ্যুৎ সরবরাহকারীর তথ্য বেহাত


বিবিসিকে প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা কারিন সোডে বলেছেন, পুরো একটি ডেটাবেইজ চুরি করেছে হ্যাকাররা এবং এর মধ্যে আগের গ্রাহকেরও তথ্য ছিলো।

হ্যাকাররা যেই ডেটা চুরি করেছে তার মধ্যে গ্রাহকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার, ট্যারিফ এবং মিটার আইডি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৫টি ছোট ব্যবসায়িক গ্রাহক ছাড়া কারও আর্থিক তথ্যে প্রবেশ করা হয়নি বলেও জানিয়েছে পিপল’স এনার্জি।

ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট এবং বাছাই কোডে হ্যাকাররা প্রবেশ করেছে বলে জানিয়েছে সোডে। এই গ্রাহকদের সঙ্গে আলাদাভাবে ফোনে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভুক্তভোগী বেশিরভাগ গ্রাহকই সরাসরি আর্থিক ঝুঁকির মুখে পড়বেন না বলে জানিয়েছে পিপল’স এনার্জি।

তবে, হ্যাকারের হাতে ডেটা থাকায় এই গ্রাহকরা ভবিষ্যতে ফিশিং আক্রমণে আরও বেশি দূর্বল থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

বুধবার সকালেই হ্যাকিংয়ের বিষয়টি জানতে পেরেছে পিপল’স এনার্জি। যুক্তরাজ্য এবং ওয়েলসেও গ্রাহক রয়েছে এডিনবার্গভিত্তিক প্রতিষ্ঠানটির।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar