ad720-90

মেসেঞ্জারে এলো নতুন চ্যাটিং থিম, লেনদেন সুবিধা


মেসেঞ্জারের মেসেজিং প্রডাক্ট এর পরিচালক সতিশ কুমার শ্রিনিবাসন বলছেন, “বন্ধুদের সঙ্গে যোগাযোগে আপনার চ্যাট ব্যাকগ্রাউন্ডকে আনন্দদায়ক ও মজার ব্যাকগ্রাউন্ডে বদলে নিন।”

দ্রুত রিপ্লাই জানানোর বারের মাধ্যমে মূল চ্যাট থ্রেডে না গিয়েই ব্যবহারকারীরা আলোচনায় যোগ দিতে পারবেন। এজন্য শুধু কোনো ছবি বা ভিডিওতে ট্যাপ করে পর্দার নিচের অংশে থাকা কুইক রিপ্লাইয়ে ট্যাপ করলেই চলবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মেসেঞ্জার ব্যবহারকারীরা ফেইসবুক পে ব্যবহার করে অর্থ পাঠাতে কিউআর কোড এবং লেনদেন লিংকের ‍সুবিধা নিতে পারবেন এখন থেকে।

এ প্রসঙ্গে ফেইসবুক বলছে, “পৃথক লেনদেন অ্যাপ ডাউনলোডের কোনো প্রয়োজন নেই। শুধু লেনদেন লিংক শেয়ার করলে বা বন্ধুদেরকে নিজ কিউআর কোড স্ক্যান করতে দিলেই অর্থ পাঠানো যাবে বা অনুরোধ জানানো যাবে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar