ad720-90

আপনার কি ওয়েবসাইট আছে তবে 99 ডলার মূল্যের Rapid Seo Tools ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য আর কাজ করুন প্রফেশনালদের মত


হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যাদের ওয়েবসাইট আছে  তাদের জন্য নিয়ে হাজির হয়েছি Rapid Seo Tool এর প্রিমিয়াম ভার্সন নিয়ে সাথে সিরিয়াল কি যা দিয়ে আপনি Search Engine Optimization এর কাজ করতে পারবেন Professional দের মত করে তাহলে চলুন শুরু করা যাক।

বর্তমান সময়ে সবার সাইট থাকা এটা স্বাভাবিক ব্যপার আর এই ওয়েবসাইট থেকে যদি আর্ন করতে চান তবে অবশ্যই SEO এর উপর গুরুত্ব দিতে হবে কারন একমাত্র এই জিনিস টাই আপনাকে নিয়ে যেতে পারবেন ভালো Rank এ কিংবা এনে দিতে পারবে অগণিত ভিজিটর।ধরুন আপনি ভালো মানের কন্টেন্ট আপনার সাইটে প্রতিদিন তৈরী করছেন কিন্তু সেখানে যদি ভিজিটর না থাকে তবে আপনার সাইট অনেকটা মূল্যহীন হয়ে পড়বে। আর যারা সাইট ব্যবহার করি তারা সবসময় কোন না কোন সাইটকে টার্গেট করি যে এর পজিশনে আমাকে যেতে হবে তবে অবশ্যই দেখতে হবে ঐ সাইটে এমন কি করা আছে যা আমার সাইটে করা নেই তখন হয়ত বা এই কেন টার উত্তর দিতে পারবে Rapid Seo Tool সফটওয়্যার টি।

এই Tools ব্যবহার করে আপনি চাইলে আপনার সাইট কে একটি Brand এ রুপ দিয়ে প্রকাশ করতে পারবেন।

এখান থেকে আপনি আপনার Competitors এর সাথে আপনার সাইটের তুলনা করে দেখতে পারেন বিস্তারিত জানার জন্য।

সাথে মনিটরিং দেখতে পারবেন Graph আকারে।

 আপনি নিজের মত করে Analyze করতে পারবেন সার্চ ইঞ্জিনে।

বিস্তারিত কোয়ালিটি এবং পারফরমেন্স সম্পর্কে।

আর আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তবেও কোন সমস্যা নেই কারন সফটওয়্যারে বিল্ড আছে সম্পূর্ন টিউটোরিয়াল তাই কারো কাছে জানার প্রয়োজন পড়বেনা একবারেই।

এখানে আপনি প্রজেক্ট আকারে কাজ গুলো সঞ্চয় করে রাখতে পারবেন পরবর্তী তে কাজ করার জন্য।

 আপনি সফটওয়্যার থেকে পাবেন সাজেশন কোথায় কি করতে হবে সে ব্যপারে

 রয়েছে Spider View যা দিয়ে আপনি যে কোন সাইটের X-ray করে ফেলতে পারবেন।

 সফটওয়্যার টি চালাতে আপনাকে প্রফেশনাল হতে হবে না আপনি প্রফেশনাল দের মত কাজ করতে পারবেন।

তাহলে আশা করি আর বিস্তারিত রিভিউ এর দরকার পড়বেনা কারন এর কাজ খুব সহজ এবং ইন্টারফেস টাও অনেক ফ্রেন্ডলি তাই আপনি যদি মনে করেন সফটওয়্যার টি আপনার দরকার তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।


ডাউনলোড লিংক

সাইজ 6 MB

পাসওয়ার্ড ঃ DarkMagician.Xyz

যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এখন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।

www.DarkMagician.Xyz

সৌজন্যেঃ সাইবার প্রিন্স





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar