ওয়ার্ডপ্রেস চমৎকার ডিজাইন মোবাইল ফ্রেন্ডলি ব্লগিং থিম (Shark Magazine)
আসসালামু আলাইকুম।
চমৎকার একটা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে উপস্থিত হলাম,
থিমটির নাম সার্ক ম্যাগাজিন থিমস।
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য যদি একটি ভালো মানের (অর্থাৎ সুন্দর ডিজাইনের থিম খুজে থাকেন তাহলে এই থিমটি পারফেক্ট আপনার জন্য।)
এই সার্ক থিমটির কিছু ডিজাইন আমাকে মুগ্ধ করেছে, সত্যিই এতো সুন্দর করে তৈরী করেছে যা বলে বোঝানো যাবেনা, তবে তাদের থিমে ছোট্ট একটু সমস্যা আছে আমার ধারনা তা হলো নেক্সট প্রিভিউস বাটন নেই, এছাড়া থিমটির সবকিছু ওকে।
থিমটির মতো আমার ও ছোট্ট একটি সমস্যা আছে তা হলো আমি কিছু বানিয়ে বা মিছা বলতে পারি না, সব ভালো মন্দ টাইপিং করে ফেলি।
যাইহোক হয়তো এটাই উচিৎ।
ফিচারসঃ
সার্ক থিমটিতে সার্চ বার আছে ।
ড্রপ ডাউন মেনু আছে।
রিছেন্ট পোস্ট গ্যাজেট আছে।
পপুলার পোস্ট গ্যাজেট আছে।
কিছু ক্যাটেগরি পোস্ট আছে।
টপ বাটন আছে।
রেসপন্সিভ ডিজাইন।
মোবাইল ফ্রেন্ডলি।
এডসেন্স সাপোর্টেড।
কিছু স্কিনসট দেখুনঃ
ডেমো দেখুন
Shark theme
ডাউনলোড করুন থিমটি Download Shark Theme







Comments
So empty here ... leave a comment!