ad720-90

কম্পিউটারে Apk এর আইকন Show করানোর উপায়


পিসিতে আমাদের প্রায় সময়ই Android এর App নিয়ে নানান কাজ করতে হয়। তাই এগুলোর আইকন দেখা না গেলে অনেকগুলো app এর মধ্যে নির্দিষ্ট একটা app কে খোজা খুবই কঠিন হয়ে যায়।
যা হোক, আমি ইন্টারনেটে অনেক খুজে এটার একটা সমাধান বের করেছি। সেটিই আজ আপনাদেরকে দেখবো।

অল্প কিছু স্টেপ ফলো করুন:-

১. এই লিংকে যান https://github.com/kkguo/apkshellext/releases

২. এবার apkshellext2.7z file টিতে ক্লিক করে ডাউনলোড করে নিন

৩. Download হওয়ার পর winrar software দিয়ে unzip করুন

৪. এবার install.bat file টি open করে install করে নিন।

ব্যাস, এবার গিয়ে দেখুন সব Apk file এর আইকন Show করছে।

যদি বুঝতে অসুবিধা হয় তবে এই ভিডিওটি দেখতে পারেন:

Optional: উপরের software টির জন্য .Net Framework প্রয়োজন, windows 10 এ আগে থেকেই থাকার কথা, + বেশিরভাগ পিসিতেই বিভিন্ন Software install এর সময় অটোমেটিক install হয়ে যায়। তবু আপনার যদি এটা install করা না থাকে তবে নিচের লিংক থেকে install করে নিতে পারেন।
Download .Net Framework 4.8 offline installer

আমাদের গ্রুপটি Join করার আমন্ত্রন রইলো,
এখানে প্রায়ই Admin এবং Member দের দ্বারা বিভিন্ন পেইড কোর্স Share করা হয়ে থাকে
https://www.facebook.com/groups/zorexzone

পরিশেষে, অত্যন্ত সুন্দর একটি হাদিস-
“তোমার ভাইয়ের চেহারায় তাকিয়ে মুচকি হাসাও তোমার জন্যে একটি সদকা।
সৎকাজের প্রতি আদেশ এবং অসৎকাজ থেকে বাধাপ্রদানও সদকা।
পথ হারানো কাউকে সঠিক পথ দেখিয়ে দেয়াটাও তোমার জন্যে সদকা।

দৃষ্টিশক্তি দুর্বল- এমন কাউকে সহযোগিতা করাও তোমার জন্যে সদকা।
রাস্তা থেকে পাথর, কাটা আর হাড্ডি সরিয়ে দেওয়াও তোমার জন্যে সদকা।
ভাইয়ের বালতিতে তোমার বালতি থেকে একটু পানি ঢেলে দেওয়াও তোমার জন্যে সদকা।”

-জামে তিরমিযী, হাদীস ১৯৫৬





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar