ad720-90

কিভাবে একটি E-Commerce ওয়েবসাইট তৈরি করবেন তার পূর্ণাঙ্গ Udemy Free কোর্স ||


আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এবং এটি udemy এর পেইড কোর্স যা আজকে আমি আপনাদের ফ্রী ডাউনলোড করার সুযোগ করে দিবো।

কোর্সটির ডিটেলস:

নাম: How to Create eCommerce Websites Nearly Free Using WordPress

রেটিং: ৩.৬ (৯৭)

ক্রিয়েটেড বাই: David Yao

ভাষা: ইংরেজি

২৫৬৩৭ জন স্টুডেন্ট এই কোর্সটি কিনেছে।

অরিজিনাল কোর্স লিংক: https://www.udemy.com/course/how-to-create-ecommerce-websites-nearly-free-using-wordpress/

ডাউনলোড লিংক দেওয়ার পূর্বে কোর্সটি সম্পর্কে কিছু কথা বলে নেই।

১। এই কোর্সটি সম্পন্ন ইংরেজিতে তাই যারা ইংরেজি বুঝতে পারেন শুধুমাত্র তারাই ডাউনলোড করবেন। অন্যথায় শুধু আপনারই এমবি নষ্ট হবে তাছাড়া ভিডিওতে সাবটাইটেল দেওয়া আছে। যারা ইংরেজি ভয়েস বোঝেন না কিন্তু লেখা বুঝতে পারেন তারা কোর্সটি ডাউনলোড করতে পারেন।

২। অনেকে রীতিমতো পোস্টে রিপোর্ট করার হুমকি দেয়। “এই কোর্স করে কিছু বুঝলাম না, কোনো কাজের না” হেনতেন ইত্যাদি। যারা এরকম কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে এই প্লাটফর্ম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আসেন।

১০০০-২০০০ টাকার কোর্স ইনশাল্লাহ নিয়মিত আমি ফ্রিতে ট্রিকবিডি তে আপলোড করবো। আপনি একা না বুঝলে চুপ থাকেন বা পোস্টটি এগনোর করেন।

অনেক মানুষ আছে যারা এই কোর্সটি করে উপকৃত হবে তাই আপনার যদি বোঝার ব্রেন না থাকে তাহলে আমার তো এখানে কিছু করার নেই।

MB Size: 2.36 GB

Click Here To Download

দয়া করে অন্যকে উপকৃত হতে দেন আর এই কোর্স যদি বাজে হতো তাহলে এতো জন স্টুডেন্ট এই কোর্স করতো না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar