ad720-90

ফ্রী .COM ডোমেইন !!! ওয়েব হোষ্টিং প্যাকেজের সাথে জিতে নিতে পারবেন ফ্রী .COM ডোমেইন । (চাইলে প্রিমিয়াম থীম,প্লাগিন পেতে পারেন)


আসসালামু আলাইকুম । প্রিয় ট্রিকবিডিবাসী আশা করি সকলে ভালো আছেন ।

[Note: দয়া করে কেউ প্রমোশন ভেবে ভুল করবেন না, অনেকেই এতে উপকার হবে বলে পোষ্ট টি করা হয়েছে ।]

আজ আপনাদের শেয়ার করতে যাচ্ছি কিভাবে .COM ডোমেইন ফ্রীতে নিতে পারবেন । … আমরা সকলে জানি যে একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোষ্টিং বাধ্যতামূলক । ডোমেইন এবং হোষ্টিং ছাড়া ওয়েবসাইট সম্ভব নয় । বাংলাদেশ থেকে আমরা অনেকেই আছি যারা ভালো কোন কোম্পানী থেকে অতিরিক্ত দামে ভালো কোন ওয়েব হোষ্টিং কিনতে পারি না । আবার কিনতে গেলেও বাংলাদেশি  লোকাল পেমেন্ট বিকাশ বা রকেটে পেমেন্ট করতে পারি না । নিজস্ব কোন ইন্টারন্যাশনাল কার্ড না থাকায় অনেককেই পোহাতে হয় হাজারো হ্যারেজমেন্ট । সাভাবিকভাবেই এই খরচ ওই খরচ মিলিলে বড় একটা এমাউন্ট খরচ হয়ে যায় । কিন্তু এমনটা যদি হয়, যে হোষ্টিং কিনলে .COM ডোমেইন টা ফ্রীতেই পাওয়া যায় তাহলে বিষয়টা খারাপ হয় না । রেগুলার একটি .COM ডোমেইন ভালো কোন কোম্পানী থেকে কিনতে গেলে খরচ হবে বাংলাদেশী টাকা 700 বা তার বেশি । একটি হোষ্টিং প্যাকেজের সাথে যদি এই এমাউন্ট টা সেভ হয়ে যায় তবে অনেকের ক্ষেত্রেই উপকার হয় ।

বাংলাদেশী একটি কোম্পানী দিচ্ছে এই অফারটি । তাদের অফারটা নিম্নরূপঃ
১০জিবি হোষ্টিং+ ফ্রী ডোমেইন মাত্র ১১৯৯টাকা/বছর

২০জিবি হোষ্টিং+ ফ্রী ডোমেইন মাত্র ১৭৯৯টাকা/বছর

আনলিমিটেড হোষ্টিং+ ফ্রী ডোমেইন মাত্র ৬৯৯৯টাকা/বছর

.COM ডোমেইন ৬৯৯ টাকা/বছর

অফারটি কিনতে কোন কুপন কোড লাগবে না । সরাসরি তাদের ওয়েবসাইটে ভিজিট করলেই পেয়ে যাবেন ।

তাদের ওয়েবসাইট লিংকঃ CLICK HERE

তাদের সার্ভিস সম্পর্কে কয়েকটি কথা যা না বললেই নয়ঃ

  • ২৪ঘন্টা ফ্রেন্ডলি সেলস্ এন্ড সাপোর্ট সুবিধা
  • বিকাশ/রকেট/নগদের মাধ্যমে টাকা পে করা যায়
  • জেনুইন লাইসেন্স ভেরিফাইড সি-প্যানেল
  • সুপারফাষ্ট ওয়েব সার্ভার
  • সার্ভারে কোন ডাউন থাকে না
  • প্রীমিয়াম কোন থীম বা প্লাগিন দরকার হলে এদের থেকে ফ্রীতে নিতে পারবেন । 

সো সব রকমের সুবিধাই এদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন । তো দেরি না করে এখনি অর্ডার করুন আপনার কাংখিত প্যাকেজটি ।

ভুল হলে ক্ষমা করবেন ।
ধন্যবাদ ।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar