ad720-90

২১শে ফেব্রুয়ারী অফার! ডোমেইন হোষ্টিং এ ৭০% ছাড়। [বিশ্বস্ত কোম্পানী]


আসসালামু আলাইকুম। (সালামের উত্তর টা এবার কমেন্ট বক্সে লিখে ফেলুন তো)

কেমন আছেন আপনারা সবাই?

আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন । আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে ডোমেইন হোষ্টিং অফার রিলেটেড একটি পোষ্ট।

 


১ম কথা পোষ্টটাকে কোনভাবেই প্রোমট ভেবে ভুল করবেন না । কেননা অনেকেরেই এতে উপকার হবে বলে আমি মনে করি । অনেকেই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশ্বস্ত ও ভালো কোম্পানী খুজেন । তাদের জন্য আমার এই পোষ্ট টি নিয়ে আসা ।


 

 

এটি মুলত একটি বাংলাদেশী কোম্পানী । কোম্পানীর নামঃ  munnihost.com

যেহেতু আমি এই কোম্পানীর একজন নিয়মিত ইউজার সো আমার কাছে এই কোম্পানীর সার্ভিসটা ভালো মনে হবার কারণ এবং ট্রিকবিডিতে তা শেয়ার করার কারণ উল্লেখ করলাম

  • হোষ্টিং এর স্পিড খুবই ফাষ্ট । আলাদা করে স্পিড বুষ্ট করার কোন প্রয়োজন নেই ।
  • তুলনামুলক ডোমেইন এবং হোষ্টিং এর দাম অনেক কম । যা আমার রিসার্চমতে পৃথিবীর কোথাও এতো কম দামে নেই ।
  • জেনুইন Cpanel & Whmcs লাইসেন্স ব্যবহার করে, যা হোষ্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । কাষ্টমার নিশ্চিন্তে এদের হোষ্টিং ব্যবহার করতে পারে । কেননা এরা জেনুইন লাইসেন্স ব্যবহার করে কাষ্টমারে ডাটা ও সিকিউরিটি ইনশিওর করেছে ।
  • বাংলাদেশী পেমেন্ট bKash & Rocke এ নিয়ে থাকে । যা বাংলাদেশীদের জন্য খুবই সহজ ।
  • WordPress, Node js, Ruby, Python, Php latest version supported.
  • কাষ্টমার সাপোর্ট টা খুবই বন্ধুত্বপূর্ণ । কাষ্টমারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ ভাষায় কথা বলে । এবং ভালো লাগার মতো কাষ্টমার সাপোর্ট ।
  • আরও অনেক কিছু ।

 

তাদের কিছু ডোমেইন হোষ্টিং এর প্যাকেজ ।

  • .Com domain 449tk, .Xyz Domain 99tk
  • 10GB Superfast Hosting 799tk/1y
  • 20GB Superfast Hosting+ Free .Com Domain= 1199tk/1y
  • 30GB Superfast Hosting+ Free .Com domain= 1799tk/1y
  • 40GB Superfast Hosting+ Free .Com domain= 2199tk/1y
  • 50GB Superfast Hosting+ Free .Com domain= 2999tk/1y
  • Unlimited Superfast Hosting+ Free .Com domain = 4999tk/1y

 

কিছু কথা: যা না বললেই নয় । অনেকেই হয়তো ভাবতে পারেন যে এতো কম দামে ভালো সার্ভিস কিভাবে সম্ভব ? এ বিষয়ে আমি যখন মুন্নিহোষ্ট কর্তৃপক্ষের  জানতে চাই. তখন তারা আমাকে জানায়-

“যারা মুলত শুধু ডোমেইন হোষ্টিং বিজনেস করতে এসেছে তারা এক্ষেত্রে দাম বাড়িয়ে তাদের একমাত্র বিজনেস করতেই পারে । কিন্তু আমাদের 60-70% কাষ্টমারই আমাদের থেকে ডোমেইন হোষ্টিং কিনে আমাদের থেকেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নেয়, আর ওয়েব ডেভেলপমেন্টটাই আমাদের অন্যতম প্রধান বিজনেস । হোষ্টিং বিজনেস টা শুধু আমাদের নিজস্ব কাষ্টমারদের জন্য করা ছিল । যেখানে শুধু আমরা cpanel &  whmcs লাইসেন্স এবং সার্ভার এর খরচ বাবদ নায্য পরিমাণ টাকাটাই রাখা হয় । অতিরিক্ত করে কোন খরচ এখানে রাখা হয়নি । তাই অনেকেই এ বিষয়ে কনফিউশনে থাকে এতো কম দাম নিয়ে । ”

অর্ডার করতে ক্লিক করুন munnihost.com




যাইহোক,

আজ আর লিখছি না।

এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।

এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।

আশাকরি বুঝতে পারবেন।



ট্রিকবিডিতে আমার অন্যান্য পোস্ট গুলো দেখতে এখানে ক্লিক করুন



ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

  • 6k+ Subscribe এর জন্য সকলের কাছে আমি ঋনী।
ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন

 

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar