ad720-90

আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Google Analytics ইন্সটল করবেন যেভাবে।



হ্যালো সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে গুগল এনালাইটিক্স ইন্সটল করা যায়।
প্রথমে আমরা জেনে নিব গুগোল এনালাইটিক্স টা আসলে কি আর যদি এটা ইন্সটল করে রাখি তাহলে এর বেনিফিট একচুয়ালি কি?

বলি গুগল এনালাইটিক্স এ যদি আমরা আমাদের ওয়েবসাইটটি তে ইন্সটল করে রাখি তাহলে আমাদের ওয়েবসাইটের সকল শারীরিক-মানসিক অবস্থা জানতে পারবো। 🙃
যেমন আমাদের ওয়েবসাইটের ভিজিটর কতটা কিরকম তারপর হচ্ছে ভিজিটর গুলো একচুয়ালি কোন কান্ট্রি থেকে আসছে এবং তারা আমাদের ওয়েবসাইটে এসে কতক্ষণ ভিজিট করছেন তার টোটাল একটা সামারি আমরা এই গুগল এনালাইটিক্স এর মাধ্যমে পেয়ে যাব।

তো প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যান আমারটাই আমি চলে যাচ্ছি।
এরপর আমাকে গুগল এনালাইটিক্স একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
তো আপনার কম্পিউটারে গুগল ক্রোমে চলে যান এবং টাইপ করুন google.com/analytics
তো কিভাবে একাউন্ট করবেন সেটা নিচে দেয়া হল।








তো এবার গুগল এনালাইটিক্স এর কোডটা কপি করে নিন তারপর আপনার ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে চলে যান।
তো এবার আপনাদের একটা প্লাগিন ইন্সটল করতে হবে সবকিছু আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি ফলো করুন।



তো এভাবে আসলে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটে গুগল এনালাইটিক্স করতে পারি! তো এখন আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে কোথা থেকে ভিজিটর আসতেছে এবং সেগুলোর সোশ্যাল মিডিয়া থেকে নাকি অন্য কোথা থেকে এভরিথিং জানতে পারবো।
তো আশা করছি পোস্টটি ফলো করলে আপনিও আপনার ওয়েবসাইটে গুগল এনালাইটিক্স ইন্সটল করতে পারবেন।
Any problems? I am on Facebook

তো আজকের মত এ পর্যন্তই সামনে নতুন পোস্ট নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar