ad720-90

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য Corona Result Plugin || আপনার সাইট থেকে দেখা যাবে বাংলাদেশে কতজন করোনায় আক্রান্ত


আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। পোস্টের টাইটেল দেখে বুঝতেই পারতিছেন যে পোস্টটি কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসাধারণ একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন। যেটির সাহায্য আপনি খুব সহজেই আপনার সাইটে দেখাতে পারবে বাংলাদেশে কতজন করোনায় আক্রান্ত, কত জন মারা গেছেন, কত জন সুস্থ হয়েছেন। শুধু বাংলাদেশ না তার সাথে গ্লোবাল রেজাল্ট দেখাতে পারবেন।

সময়ের সাথে সাইটে নতুন ফিচার যোগ করা সাইটে ভিজিটর বারানোর জন্য উপযোগি। এই প্লাগিনটি ব্যবহার করার ফলে আপনি আপনার সাইটের ভিজিটর ধরে রাখতে পারবেন। অর্থাৎ, করোনার রেজাল্ট দেখার জন্য ডেইলি কিছু ভিজিটর পাবেন যা অনেক ভালো একটা দিক। আশা করছি জানেন যে কিভাবে প্লাগিন ইন্সট্যাল দিতে হয়। যদি না জানেন তাহলে গুগোল বা ইউটিউবে সার্চ করে দেখে নিবেন। প্লাগিনটির ডাউনলো লিংক নিচে দিয়ে দিলাম –

Corona Results Bangladesh WordPress Plugin Download

ডাউনলোড লিংকে গেলে প্লাগিনটির Privacy & Policy, License, Api ইত্যাদি যাবতীয় সব কিছুর লিংক পেয়ে যাবেন। আর আপনার ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড বাড়ানোর জন্য এই প্লাগিনটি ব্যবহার করুন – WP Rocket Nulled

আর, যাদের ব্লগার সাইট রয়েছে তারা সাইটে Vipi Premium Blogger Template টি ব্যবহার করতে পারেন। এটি অনেক চমৎকার একটি ব্লগার টেমপ্লেট। এক কথায় Best Blogger Template। সব ধরনের ফিচার এই ব্লগার টেমপ্লেটে রয়েছে। এস.ই.ও অনেক ভালো হয় এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট ও পাবেন। আর, ব্লগার সাইটে জন্যও করোনা রেজাল্ট দেখানোএ প্লাগিন খুব শিঘ্রই শেয়ার করব।

এই ছিল আজকের টিউন আশা করছি ভালো লেগেছে। পোস্টটি কেমন লেগেছে এবং কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar