ad720-90

Smart Game Booster পিসিতে গেমস খেলার সময় Lag করে নিয়ে নিন সমাধান


Smart Game Booster

Smart Game Booster আপনার পিসিকে Optimize করবে। CPU এবং GPU মনিটর করবে। FPS উন্নত করবে আগের তুলনায়।

 

পিসিতে গেমস খেলতে তো আমরা কম বেশী সবাই পছন্দ করি তাই না। তবে গেমস খেলার সময় মাথা খারাপ হয়ে যায় তখন যখন খেলার মাঝে আটকা আটকি শুরু হয়ে যায়।

 

ধরে নিন আপনি PUBG Mobile খেলছেন আর ভালোভাবেই চলছে কিন্তু বিপত্তি ঘটে তখন। 

যখন Enemy এসে সামনে দাঁড়ায় আর আপনিও ফায়ার বাটন চেপে ধরে বসে আছেন আর ঠিক সেই সময় পিসি [ ক্যা কু ক্যা কু ] শুরু করে দেয়। আর যখন সব ঠিক হয় আপনি লবিতে পৌছে যান।

জানিনা এমন হলে আপনার কেমন লাগে তবে তখন তো আমার মাথার চুল ছিড়তে ইচ্ছে হয়।

আর আপনার সাথে এমনটা ঘটে থাকলে কমেন্ট করা জানাতে পারেন।

 

তবে অনলাইন গেমস এর ক্ষেত্রে Lag করা অনেক কিছুর উপর নির্ভর করে।

যেমন ধরুনঃ নেটওয়ার্ক, পিসি কনফিগারেশন ইত্যাদি।

 

তবে এটা প্রমানিত যে Smart Game Booster ব্যবহার করে আপনি পেতে পারেন Smooth Game খেলার অভিজ্ঞতা।

 

আমি নিজে তো ব্যবহার করছি যদি আপনিও ব্যবহার করতে চান তবে দেখে নিন আজকের রিভিউ।

 

 

 

 

Smart Game Booster Feature:

 

 

Smooth গেমস খেলার পাশাপাশি আপনি চাইলে Gameplay রেকোর্ড করতে পারবেন একই সফটওয়্যার ব্যবহার করে।

আপনার পিসির দরকারী ড্রাইভ গুলো যদি Outdated হয়ে থাকে তবে চিন্তার কিছু নেই আপনি চাইলে ড্রাইভার আপডেট করতে পারবেন।

 

 

পিসির Hard Drive টিকে Defragment করতে পারবেন। এতে ভালো থাকবে Hard Disk আর পাশাপাশি পাবেন দ্রুত গতি।

 

শুধু এখানেই শেষ নয়  যদি মনে হয় আপনার পিসিটি কচ্ছপ গতিতে চলছে তবে System Optimize করতে পারবেন। আর এতে সুবিধা হবে এটাই যে আপনার পিসির পারফর্মেন্স উন্নত হবে নেটওয়ার্ক বুস্ট হবে। কারন বেদরকারী টুলস গুলো বন্ধ হয়ে যাবে।

 

গেমস খেলার সময় FPS যত ভালো পাওয়া যাবে ততটাই ভালো লাগবে গেমসটি উপভোগ করতে। এখানেও দরকারী ভূমিকা রাখবে Smart Game Booster.

 

 

 

রয়েছে আরো একটি কাজের ফিচার যেখানে আপনি সকল গেমস গুলো যুক্ত করে রাখতে পারবেন।

আর যখন গেমস গুলো প্লে করবেন তখন অটোমেটিক বুস্ট হয়ে যাবে।

 

Lag হওয়ার অন্যতম আরেকটি সমস্যা হলো Overheat হয়ে যাওয়া। আর তাই এদিকে নজরদারী করার জন্য রয়েছে মনিটরিং সিস্টেম।

 

সুপার বুস্ট করতে চান যাতে আরো ভালো পারফর্মেন্স পেতে। Overclock GPU ফিচারটি আপনার ভালো লাগবে।

 

এক কথায় Smart Game Booster আপনার পিসির পারফর্মেন্স উন্নত করবে। যার ফলে আপনি Lag কিংবা আটকা আটকি ছাড়া গেমস খেলতে পারবেন।

তাহলে এই ছিলো সফটওয়্যার টির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনি ডাউনলোড করতে চান তবে নিচে দেখুন।

 

 

এই সফটওয়্যারটির ফ্রি এবং Paid দুটো সংস্করন রয়েছে। বরাবরের মত ফ্রি ভার্সনে সকল ফিচার উন্মুক্ত থাকবেনা। কিন্তু পেইড ভার্সনে সকল সুবিধা উপভোগ করা যাবে।

 

আপনি যদি পেইড ভার্সন টি ক্রয় করতে চান তবে সরাসরি নিচের লিংকে চলে যান।

 

 

আর আপনি যদি ক্রয় করে চালাতে ব্যর্থ হয়ে থাকেন তবে আপনি চাইলে আমার আপলোড করা ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। 

তবে ডাউনলোড নিজ দায়িত্বে করবেন।

 

সাইজঃ 36MB

পাসওয়ার্ডঃ DarkMagician.Xyz

সিরিয়াল কি সংগ্রহে সাহায্য করেছেন Abdus Sobhan  ভাইজান

 

1.License Key: 219D8-AFAF6-4CAE1-A1AB42.License Key: 1CB4E-98556-4CF85-A6DB4

3.License Key: D32D7-5C86B-2D35F-5D2B4

তাহলে আজকের Smart Game Booster আর্টিকেল টি এখানেই শেষ করছি। তবে Tools টি যদি আপনার কাজে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না।

 

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar