ad720-90

Typing Speed 3x বাড়াতে ডাউনলোড করে নিন Typing Master Pro সাথে ছোট্ট রিভিউ


বর্তমান সময়ে Typing চাহিদা বেড়েই চলছে আর এখন চাকুরী পাওয়া টা অনেকটা স্বপ্নের মত আর সেখানে যদি শুধু মাত্র Typing Speed কম হওয়ার কারনে চাকুরী না মিলে তবে টা অনেক হতাশা জনক তাই রিস্ক নিয়ে লাভ কি শুরু করে দিন চর্চা সাথে নিয়ে নিন আপনার Typing Master Pro.

 

 

 

একবার নিজেই চিন্তা করে দেখুন টাইপিং ছাড়া আজ কিছু সম্ভব কি যেমন ধরুন Chat, Document, Project etc. কম বেশী সব কাজেই দরকার পড়ছে টাইপিং করার আর Type এর গতি যত বাড়ানো যায় তত ভালো কারন আপনি এই Skill কাজে লাগিয়ে আর্ন করতে পারবেন যে কোন ধরনের প্লাটফর্ম থেকে। আবার এই Skill এর জন্য পেয়ে যেতে পারেন কোন চাকুরীর সুখবর অথবা এই বিদ্যা কাজে লাগিয়ে আর্ন করতে পারবেন অনেক ডলার ইন্টারনেট থেকে, আর তাই একে গুরুত্ব না দিলে আপনি ভুল করবেন।


তাহলে চলুন যারা টাইপিং এ দূর্বল তারা এবার নিজের গতি বাড়িয়ে করে ফেলুন ৩গুন আর তাক লাগিয়ে দিন অন্যদের। 


এই সফটওয়্যারে টাইপিং শিখানোর জন্য রয়েছে ভালো কিছু ফিচার আপনাকে শুধু তা মেনে চলতে হবে তাহলে হবে।

 

 আপনি ঠিক করে কী বোর্ড এর বাটন সম্পর্কে অবগত নয় তবে চাইলে এখান থেকে শিখে নিতে পারবেন আপনার কোন আঙ্গুল কোন বাটন প্রেস করার জন্য ব্যবহার করতে হবে।

আপনি চাইলে নির্দিষ্ট বাটনের জন্য কোন আঙ্গুল ব্যবহার করবেন তা দেখে নিতে পারবেন। 

 

এখানে টাইম নির্ধারন করা কিছু টেক্সট রয়েছে আপনি চাইলে এই চ্যালেঞ্জ গুলো সম্পূর্ণ করতে পারেন মানে বেধে দেওয়া টাইমের মধ্যে শেষ করে। 

 

 আপনি চাইলে এখানে গেমস খেলার ছলে টাইপিং শিখতে পারেন নয়তো কাউকে শিখাতে পারেন এখানে আপনি তিন ধরনের গেমস পাবেন।

 আপনি চাইলে আপনা keyBoard সেটিংস নিজের মত করে সাজাতে পারবেন।

আপনি যা টাইপিং করবেন তার উপর আপনাকে দেওয়া হবে নাম্বার আর এভাবে আপনি চাইলে অন্যদের সাথে নিজের তুলনা করতে পারেন।

 

 

টাইপিং শেখা তেমন কষ্টের কিছু নয় বরং মজার কাজ আর কম বেশী সব কাজেই এর প্রয়োজনীয়তা রয়েছে তাই আপনিও যদি চান আপনার টাইপের গতি বেড়ে যাক তাহলে ডাউনলোড করে চ্যালেঞ্জ পূরন করতে ভুলবেন না কিন্তু।

 

size:- 10 MB

PassWord: DarkMagician.Xyz

 

তাহলে যার প্রয়োজন ডাউনলোড করে নিন আর আপনার কোন সফটওয়্যার রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু।

 

এখনকার মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar