ad720-90

আপনার WordPress সাইটের জন্য নিয়ে নিন ট্রিকবিডির Notification+Report প্লাগিন একদম ফ্রিতে, সাথে Free Activation কোড


আসসালামু আলাইকুম। Hello, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন, আর ভালো থাকবেন ই না কেনো। কেননা যারা ট্রিকবিডির সাথে থাকে তারা সাধারণত ভালোই থাকে।

আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন টিওটোরিয়াল নিয়ে হাজির হলাম। এর আগে অনেকেই ট্রিকবিডিতে এই নোটিফিকেশন প্লাগিন টা শেয়ার করেছিলো কিন্তু বর্তমানে সেই প্লাগিন টার ডাউনলোড লিংক কাজ করছে না। তাই আজকে আমি নতুন করে ডাউনলোড লিংক নিয়ে হাজির হলাম।

যারা নতুন তারা অনেকেই জানেন না এটা কি কাজে লাগে। তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ট্রিকবিডিতে অথবা ফেসবুকে লগিন করলে আপনারা যে Notification সিস্টেম টা দেখতে পারেন। তো সেইটা আপনারা আপনার WordPress সাইটে করতে পারবেন এই প্লাগিন এর মাধ্যমে।

কি কি রয়েছে এই প্লাগিন এ:

  1. Post Report করার সিস্টেম।
  2. Welcome Notice সিস্টেম।
  3. Trainer রোল পরিবর্তন হলে অটো নোটিশ দিবে।
  4. এক সাথে অনেকজন কে নোটিশ দেওয়ার সিস্টেম।
  5. কেউ কমেন্ট অথবা Reply দিলে অটো নোটিফিকেশন সিস্টেম।
  6. আরও অনেক কিছু রয়েছে।

এবার ডাউনলোড করে নিন:

Link: Notification Plugin By Mr Perfect.zip

Active Code: ShantoDB

এবার আপনার সাইটে আপলোড করে এক্টিভ কোড এপ্লাই করুন। আর Enjoy করতে থাকুন।

যারা Notification+Report প্লাগিন এক্টিভ করতে পারেন না এবং কোথায় কোন কোড বসাতে হবে এটা জানেন না। তারা চাইলে নিচের ভিডিও টা দেখে নিতে পারেন। ভিডিও তে সবকিছু Practical ভাবে বিস্তারিত ভাবে বুঝানো আছে। নিচ থেকে ভিডিও টা দেখে নিন:

Link: Free Basic ব্যবহারকারীরা এখানে এ গিয়ে ভিডিও টা দেখে আসুন।

আজকের মতো এখানেই শেষ

আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এত কষ্ট করে পোস্ট করি, প্লিজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল টা Subscribe করতে ভুলবেন না। কেননা আমরা প্রতিদিন নানারকম টেক রিলেটেড সহ সব ধরনের ভিডিও দিয়ে থাকি।

Please Wait For Next Post

আপনারা যদি কমেন্ট করে লেখক কে উৎসাহ দেন তাহলে লেখকের লিখার আগ্রহ বৃদ্ধি পায়। তাই প্লিজ কমেন্ট এ আপনি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনারা পরবর্তীতে কি নিয়ে পোস্ট চান তা অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar