ad720-90

ছোট্ট একটা প্লাগিন দিয়ে অন্যের সাইটের কপি করা থিম বা পোস্ট থেকে তার সাইটের নাম রিমুভ করে আপনার সাইটের নাম দিন।


আশা করি আল্লাহর রহমতে সবাই
ভালো আছেন।

কি টাইটেল দেখে চোখ কপালে
উঠে গেল?

ওহ চরি চোখ তো কপালেই থাকে। 😜

আচ্ছা বেপার টি হলো এই প্লাগিন টির
কাজ আপনি যদি অন্য কারো সাইটের
থিম বা পোস্ট Database ব্যবহার করেন
তাহলে সমস্ত কোডিং জুড়ে যেখানে যেখানে
তার সাইটের নাম থাকা দরকার সেখানে বা
পোস্ট এর ভেতরে তার সাইটের নাম থাকবে
এটাই তো স্বাভাবিক তাই নয় কি?

✓ কস্টের ব্যাপার হলো ঐ সমস্ত নাম হাজারো
কডিং বা পোস্টের ভিড়ে খুজে পরিবর্তন
করা‌ টাই।

তো এই প্লাগিন টি ব্যবহার করলে
আপনার সাইটের নাম ঐ সমস্ত জায়গায়
বসিয়ে দিবে। আমার দেয়া ছবি টি দেখুন

কি বুঝলেন?

মনে করুন আপনি সবচেয়ে বড়
বাংলাদেশী পেপাল সার্ভিস সাইট
VirtualBD.site এর থিম ব্যবহার করছেন।
এখন আপনি চান বাংলাদেশের সবচেয়ে
জনপ্রিয় সাইট trickbd এর থিম ব্যবহার
করবেন। তাহলে আপনি চাইবেন কোড+পোস্ট
এ থাকা trickbd সাইটের নামটি পরিবর্তন করতে।
তখন সার্চ এ trickbd.com লিখুন আর
Replace এ আপনার সাইটের নাম দিয়ে Run
করে দিন ব্যাস কাজ শেষ।

√ WordPress Plugin Storeএ গিয়ে সার্চ
করুন প্লাগইন টি চমৎকার ভাবে পেয়ে যাবেন।

Install ও Active করে কাজ শুরু করে দিন।

Name: Better Search Replace

আশা করি সবার কাজে দিবে
সবাই আমার জন্য দোয়া করবেন
যেন আরো ভালো কোন পোস্ট trickbd
এর মাধ্যমে সবার কাথৈ পৌঁছে দিতে পারি।

=>মাএ ১০০০ টাকায় ১০০% ভেরিফাইড পেপাল একাউন্ট কিনতে যোগাযোগ করুন 01785829489

==> .com ডমেইন মাএ ৫০০ টাকায় কিনতে যোগাযোগ করুন 01785829489

==>কম টাকায় WordPress সাইট বানাতে যোগাযোগ করুন 01785829489

==>স্বল্প মূল্যে WordPress Hosting কিনতে যোগাযোগ করুন 01785829489





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar