ad720-90

মাত্র ৮০ টাকা দিয়ে স্বপনের হোষ্টিং ব্যবসায় শুরু করুন


আস্‌সালামু আলাইকুম,

তো শুরতেই বলবো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের দোওয়াতে আমিও অনেক ভালো আছি।

আজ অনেকদিন পর উপকারি টিপ্স দিতে পারবো বলে নিজের কাছে অনেক আনন্দিত মনে হচ্ছে।

টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন টিউনটি কেমন হবে।

তো চলুন এখন একটু জেনে নিই রিসেলার হোস্টিং কি? 

আমরা কম-বেশি অনেকেই সি-প্যানেল সম্পর্কে জানি। সি-প্যানেল হচ্ছে হোস্টিং সার্ভারের এক জনপ্রিয় কন্ট্রোল প্যানেল। যার মাধ্যমে সহজে ওয়েব সাইট হোস্ট করা যায়। মূলত ওয়েব সাইট হোস্ট করার জন্য সমস্ত ডেভলোপাররাই সি-প্যানেল কিনে থাকে কিন্তু একজন চাইলে এক সি-প্যানেল থেকে একাধিক সি-প্যানেল তৈরী করতে পারবেন না। কারণ সি-প্যানেল তৈরী করার যে টুলসটি দরকার তা সেপ্যানেলের মধ্যে নাই। আর যে টুলসটি সি-প্যানেল তৈরী করার ক্ষমতা রাখে মুলত সেটাই হচ্ছে রিসেলার হোস্টিং। সে অপশনটির নাম WHM (Web Host Manager)।

 

তো আমরা প্রথম কথায় আসি, আপনাদের হয়তো টাইটেল দেখে বিশ্বাস হচ্ছে না যে যা বলা রয়েছে তা কি সত্য? আমি উত্তরে বলবো হ্যা সত্য।

আমি অফারটি তাদের ওয়েবসাইটে প্রবেশ করে পেয়েছি বলেই আপনাদের কাছে শেয়ার করছি।

আমাদের জিবনে চলার জন্য ব্যাক্তিগত ওয়েবসাইট, ব্যাবসায়িক ভিত্তিক ওয়েবসাইট ও না না ধরণের ওয়েবসাইট এর প্রয়োজন হয়।

আমাদের মাঝে অনেকেই আছেন যারা ওয়েবসাইট ব্যবহার করেন অনেকদিন ধরে সাথে ডোমেইন ও হোষ্টিং এর উপর ভালো অভিঙ্গতা অর্জন করেছেন। কিন্তু হোষ্টিং ব্যবসা করার খুব ইচ্ছা থাকা সত্তেও করতে পারছেন না। ভালো গাইডলাইন পাচ্ছেন না কিভাবে ব্যবসাটি শুরু করবেন। শুধু মাত্র তাদের জন্যই এই অফারটি প্রদান করা হয়েছে।

যখনই চিন্তা করবেন হোস্টিং ব্যবসা করবেন তখনই দরকার হবে একটা রিসেলার, ভিপিএস অথবা, ডেডিকেটেড সার্ভার। এইসব হোস্টিং অথবা সার্ভার কিনতে দরকার হবে অনেক ইনভেস্টমেন্ট ও হতে হবে সার্ভর এক্সপার্ট। যেহেতু আপনার টাকা কম তাই কম খরচেই একটি রিসেলার নিয়েই কাজ শুরু করতে পারেন। একমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য তৈরী করা হয়েছে ছোট ছোট কিছু প্যাকেজ। এখন সামান্য ইনভেস্টের মাধ্যমে আপনি শুরু করতে পারছেন হোস্টিং ব্যবসা। কোন ঝুঁকি ছাড়াই।

প্যাকেজের মধ্য আপনারা যা পাচ্ছেন:

প্যাকেজগুলো সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখতে অথবা অডার করতে এখানে ক্লিক করুন

কোন প্রকার প্রশ্ন থাকলে এখানে ক্লিক করে তাদের সাথে লাইভচ্যাটে কথা বলতে পারেন।

তাদের থেকে সার্ভিস কেন ব্যবহার করবেন? (বি:দ্র: নিচের সব তথ্য তাদের ফেসবুক পেজে থেকে নেওয়া)

✳️ হোস্টিং জগতে তারা ১০১৪ সাল থেকে সেবা দিয়ে যাচ্ছে।
✳️ নিজস্ব ডেডিকেটেড সার্ভার থেকে হোস্টিং সেল করি।
✳️ ৯৯.৯% আপটাইম গ্যারান্টি।
✳️ ক্লাউডলিনাক্স অপারেটিং সিস্টেম
✳️ ২৪/৭ ঘন্টা এক্সপার্ট সাপোর্ট টিম
✳️ ১০০% কাস্টমার সেটিসফেকশন।
✳️ ৩৬৫ দিন মানি ব্যাক গ্যারান্টি।
✳️ ফ্রী মাইগ্রেশন/সিপ্যানেল ট্রান্সফার সুবিধা।
✳️ আপডেট সি-প্যানেল।
✳️ ৩০০+ অটো ইন্সটলার স্ক্রীপ্ট রয়েছে যার ফলে ১ক্লিকেই সব ইনস্টল করতে পারবেন।
✳️ PHP mySQL ডাটাবেস
✳️ Unlimited Bandwith, Unlimited Database, Unlimited Sub domain,Unlimited Email ব্যবহার করতে পারবেন।
✳️ PHP ভার্সন খুব সহজেই পরিবর্তন করতে পারবেন।
✳️ প্রতিদিন/সাপ্তাহিক ব্যাকআপ শুভিদা।
✳️ আইপি আন-ব্লক সুবিধা।

✳️ ওভারলোডমুক্ত ও ফাস্ট সার্ভার।
✳️ SSD Disk সার্ভার যে কারণে সার্ভার হবে দুরন্ত গতি সম্পূর্ণ।
✳️ USA, Russia, Netherlands ভিত্তিক সার্ভার।

✳️ বিকাশ, রকেট, নেক্সাসপে ও নগদ দিয়েও প্রেমেন্ট করতে পারবেন।

 

পোষ্টের বেশ কিছু অংশ তাদের কাছে থেকে নেওয়া তাই, কোন প্রকার ভূলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানবেন।

ধন্যবাদ সবাইবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar