ad720-90

এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের পোস্ট কপিমুক্ত রাখুন। কেউ কপি করতে পারবে না!


এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটের পোস্ট কপিমুক্ত রাখুন। কেউ কপি করতে পারবে না!

এর জন্য একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন লাগবে।
প্লাগিনটির নাম WP-CopyProtect.
এই প্লাগিনটি দ্বারা ব্লগ কন্টেন্টগুলো কপিমুক্ত রাখতে পারবেন।

প্লাগিনটি দ্বারা যা করতে পারবেন:

  • লেখা সিলেক্ট ডিজেবল করা যাবে- এখন কেউ সহজে কন্টেন্ট কপি করতে পারবে না।
  • আপনার ব্লগে রাইট ক্লিক ডিজেবল করতে পারবেন- পপাপ মেসেজ অথবা পপাপ মেসেজ ছাড়া রাইট ক্লিক বন্ধ করতে পারবেন।
  • SEO এর কোন সমস্যা হবে না- সার্চ ইঞ্জিন আপনার কন্টেন্টগুলো কোন সমস্যা ছাড়াই পড়তে পারবে।
  • ব্যবহারকারীর জন্য বৈশিষ্ট্যপূর্ণ সেটিং- উপরের সেটিংসগুলো সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। অথবা বৈশিষ্ট্যপূর্ণ ক্যাটাগরির ব্যবহারকারী যেমন অ্যাডমিনের জন্য প্রযোজ্য।
  • মনে রাখবেন, রাইট ক্লিক ডিজেবল এবং লেখা সিলেকশন ডিজেবল উভয়ই সেটিংস মেনু থেকে থেকে অন অথবা অফ করা যাবে।

    আপনার ব্লগগুলো কপিমুক্ত রাখতে প্লাগিনটি ইন্সটলের পর WP-CopyProtect সেটিংস পেইজ থেকে অপশনটা ইনেবল করে দিতে হবে।

    ইন্সটলেশন প্রক্রিয়া:
    ১. এখানে ক্লিক করে WP Copy Protect প্লাগিনটি ডাউনলেড করুন।
    ২. ডাউনলোড করা wp-copyprotect.php ফাইলটি yoursitename.com/wp-content/plugins/directory তে আপলোড করুন।
    ৩. ওয়ার্ডপ্রেসের ‘Plugins’ মেনু থেকে প্লাগিনটি একটিভ করুন।
    ৪. ডাশবোর্ডে গিয়ে WP Copy Protect কনফিগার করুন এবং ইনেবল করুন। ঠিক নিচের মত কনফিগার করে সেইভ করে নিন।

    WP Copy Protect কি SEO এর জন্য ক্ষতিকর?
    না, এই প্লাগিন PHP এবং javascript দ্বারা তৈরি। যার কারণে প্লাগিনটি সার্চ ইঞ্জিনে তেমন প্রভাব ফেলে না। এটা শুধুমাত্র ব্যবহারকারীর ব্রাউজারে প্রভাব ফলে যে আপনার কন্টেন্ট কপি করতে চায়।
    কিন্তু সার্চ ইঞ্জিন আপনার ব্লগের কন্টেন্টগুলো পড়তে পারে।

    তো এটা ব্যবহার করে আপনার ব্লগকে কপিমুক্ত রাখুন।

    You can meet me on facebook.





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar