ad720-90

ডাউনলোড করে নিন 19.95$ ডলার মূল্যের uTorrent Pro 3.5.3 Build 44428 ফুল ভার্সন ডাউনলোড লিংক সাথে রিভিউ


জকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম 19.95$ ডলার মূল্যের  uTorrent Pro 3.5.3 Build 44428 ফুল ভার্সন ডাউনলোড লিংক সাথে রিভিউ নিয়ে।

নতুন সব মুভিগুলো তো অনেকেই আছেন যে নানা ওয়েবসাইট ঘুরে ডাউনলোড করে থাকেন। তবে আপনি কি জানেন এগুলো অনলাইনের পাইরেসির জন্য জনপ্রিয় বলুন আর জনক বলুন টরেন্ট সাইটগুলোর মাধ্যমে সিংহভাগ এসে থাকে।(শুধু মুভি বললে ভুল হয়ে যাবে।)
যেমন ধরুন আপনি একটি মুভি ডাউনলোড করবেন এই আশায় বসে আছেন কিন্তু সাইটগুলোর আপডেটে তা দেখা যাচ্ছেনা তখন ধৈর্য হারা হয়ে পড়েন গুগলে খুজতে খুজতে আজ থেকে বাদ দিন এই খোজাখুজি আপনি টরেন্ট সাইটগুলোতে খুজুন দেখবেন সবার আগে পেয়ে গেছেন। কিন্তু জটিল হয়ে যায় তখন যখন সাধারণভাবে ডাউনলোড করতে পারেন না তাই আজকের এই পোষ্টের শেষ পর্যন্ত দেখুন হয়তো সমাধান মিলবে যারা এখনো জানেন না।

আমি যে সফটওয়্যার আপনাদের মাঝে শেয়ার করবো তা দিয়ে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বেশ জনপ্রিয় বিট টরেন্ট ক্লায়েন্ট প্রোগ্রাম যা P2P নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য সমস্ত বৈশিষ্ট্যগুলির সাথে ডিজাইন করা হয়েছে।



uTorrent (μTorrent হিসাবে stylized) খুব সুন্দর, সহজ, এবং সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস এর মাধ্যমে ডেভেলপ করা হয়েছে BitTorrent দ্বারা। বর্তমানে ১৫০ মিলিয়ন মানুষ এই সফটওয়্যারটি ব্যবহার করে সারাবিশ্বে।

uTorrent প্রো নিরাপত্তা প্লাগ ইন, ভিডিও payback প্লাগ-ইন সহ আরও উন্নত বৈশিষ্ট্য সংযুক্ত রয়েছে।



uTorrent প্রথম প্রকাশ করা হয়য় সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ ২০০৫ সালে যা C++ দিয়ে প্রোগ্রাম করা এবং Adware এর লাইসেন্স প্রাপ্ত এবং এর মূল কারিগর এর নাম Ludvig Strigeus.
এখন পর্যন্ত সফটওয়্যারটি Android, Linux, OS X এবং Windows এ  ব্যবহার করা যাচ্ছে।


যে সকল ফিচার থাকছেঃ



সরাসরি মুভি স্ট্রিম এর সুবিধা যখন তখন।

রিজিউম সাপোর্ট তো আছেই এবার আপনি চাইলে  Bandwidth নির্ধারন করে দিতে পারবেন সাথে ধীর গতি নিয়ে  চিন্তা নেই  ডাউনলোড করুন উচ্চ গতিতে।NAT port mapping protocol সাপোর্ট করবে সাথে peer exchange and encryption তো আছেই।


যেহেতু প্রো ভার্সন তাই কোন প্রকার এড এর ঝামেলা নেই।


সর্বনিম্ন কনফিগ যা প্রয়োজনঃ 


উইন্ডোজ XP/ Vista/ 7/ 8/ 10 (32-bit or 64-bit – all editions)
300 MHz processor
64 MB RAM (memory)
70 MB খালি জায়গা
800 x 600 ডিসপ্লে

 

এবার ডাউনলোড লিংক এর পালা যদি মনে করেন আপনার সফটওয়্যার টি দরকার তবে নিচের লিংকে প্রবেশ করুন।

অথবা

অথবা

password : cyberprince

 

তাহলে এখনকার মত বিদায় দেখা হবে অন্য কোন টিউনে নতুন কিছু নিয়ে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar