ad720-90

ডাউনলোড করে নিন After effects মাত্র ২৭৮ এমবিতে। (For low configuration PC)


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে। আজকের পোস্ট এ আমি আপনাদের দেখাবো কীভাবে adobe after effects ডাউনলোড করবেন মাত্র ২৭৮ এমবিতে। এটা ইউজ করার জন্য যে configuration লাগবে তা নিচে দেওয়া হলো।

Requirements

1. Minimum 2 GB Ram or higher.
2. Intel proccessor (pentium or anything)
3. Video memory/Graphics memory : not required
3. OS: windows 7 service pack 1 /8/10
4. Bit: 32 bit/64 bit

এটা low configuration pc এর জন্য। কারণ after effects লেটেস্ট ভার্সন ব্যাবহার করতে ৮ জিবি র‍্যাম লাগবে। তো চলুন বেশি বক বক না করে পোস্ট শুরু করি।

প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন। কোনো এড লিঙ্ক না। সরাসরি Mediafire এর লিঙ্ক দিছি।

ডাউনলোড করা হয়ে গেলে rar ফাইলটি extract করুন।

দেখুন extract করার আগে ছিল ২৭৮ এমবি এবং extract করার পরে ৫৬২ এমবি হয়ে গেছে।

এখন ফোল্ডার এর ভিতরে ঢুকন। Support files নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। সেটার ভিতরে প্রবেশ করুন।

তারপর AfterFX নামে একটি অ্যাপ্লিকেশান পাবেন। সেটা ওপেন করুন। আর ওপেন করার সময় Run as Administrator দিয়ে ওপেন করুন। তা না হলে অ্যাপটি ক্রাশ হবে।

তারপর দেখুন নিচের মত ইন্টারফেস আসবে। after effects ওপেন হচ্ছে। এটা আগে থেকে ইন্সটল এবং লাইফটাইম এক্টিভেট করা আছে। তাই আবার ইন্সটল করার প্রয়োজন নেই। এতে হার্ডডিস্ক কম খরচ হবে।

দেখুন after effects ওপেন হয়ে গেছে। এখন ভিডিও এডিটিং এ থাকবে না কোনো বাধা।

পোস্টটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তি পোস্ট এ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশে থাকুন। খোদা হাফেজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar