ad720-90

নিয়ে নিন অসাধারণ একটি Missed Call Bomber…এবার কারো কল/মিসকল Miss হবে না..[Tak Zang]


আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম

বিঃ দ্রঃ

আমি পোস্ট করার আগে Search করে এই পোস্টটি পাইনি.. এখন এক বড় ভাই কমেন্টে লিংক দিলেন.. দেখলাম একজন এটা নিয়ে আগে পোস্ট করেছে.. উনি বোধহয় ট্যাগ ব্যবহার করেননি.. আর এপের নাম তো বলেনইনি.. যাইহোক উনি শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এই এপের.. আমি পুরো ডিটেইলস সহ সবগুলো নিয়ে আলোচনা করেছি.. ভুলে যখন করেই ফেলেছি.. পোস্ট আর ডিলিট করতে চাচ্ছিনা..কারণ Trickbd তে নিয়ম আছে পূর্বার জনের চেয়ে ভালো রিভিউ দিতে পারলে দেয়া যাবে..তাই দয়া করে কেউ ডিলিট করতে বলে কমেন্ট করবেন না..
আর author দের জন্য একটা অনুরোধ.. দয়া করে সবাই কোন এপের রিভিউ দিলে Tag এ অবশ্যই এপের নাম দিবেন.. পোস্টটি করার জন্য যাদের সমস্যা হচ্ছে তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত..

 

পোস্টের বিষয়ঃ


 👉 আজকে কল সংক্রান্ত একটি অসাধারণ app নিয়ে আলোচনা করবো.. এই এপ দিয়ে আপনারা 3 টি কাজ করতে পারবেন.. এপটি আসলে একটি মিসডকল বোম্বার.. এটা আসলে মজা করার জন্য একটি এপ..এটি দিয়ে আপনারা যে কারো সাথে মজা করতে পারবেন..

কাজসমূহঃ

• এই এপ দিয়ে আপনারা যাকে খুশী খুব দ্রুত অনেকবার মিসকল দিতে পারবেন..
• এই এপ দিয়ে আপনি অটো কল রিসিভ করতে পারবেন.. এমনকি মিসকল গুলোও ধরতে পারবেন..
• আপনার কাউকে যদি কোন নির্দিষ্ট সময় মিসকল দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এই এপ দিয়ে তা দিতে পারবেন..

চলুন শুরু করা যাকঃ

  প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : Tak Zang
App Size     : 0.91 MB 😛

 

App টি open করে Screenshot গুলো ফলো করুন..

প্রথমঃ

Language English select করবেন..

“Start” এ ক্লিক করে মিসকল দিতে পারবেন..

এখানে Victim মানে যাকে মিসকল দিতে চান তার নাম্বার দিয়ে অথবা কন্ট্যাক্ট থেকে সিলেক্ট করে Next এ ক্লিক করবেন..

আপনি কয়বার মিসকল দিতে চান সেটা লিখে Next এ ক্লিক করবেন..

প্রতিটা মিসকল কত সেকেন্ডের হবে সেটা দিয়ে Start এ ক্লিক করবেন..

এরকম আসবে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন..

দেখবেন মিসকল যাওয়া শুরু হয়ে গেছে..আমি যে নাম্বারে মিসড কল দিছি সেখানকার ss দেখাচ্ছি.. আমি 5 বার সিলেক্ট করেছিলাম.. তাই একটানা 5 বার গেছে মিসকল..আপনি সর্বোচ্চ 999 বার মিসকল দিতে পারবেন.. আর সর্বনিম্ন 3 সেকেন্ড এর মিসকল দেওয়া যায়..

দ্বিতীয়ঃ

Calls Catcher সিলেক্ট করবেন..

Answer no calls এ টিক দিলে কোন নাম্বারের কল Auto Receive হবে না..Answer All Calls এ টিক দিলে সব নাম্বারের কল Auto Receive হবে.. আর আপনি কোন নির্দিষ্ট নাম্বারের কল Auto Receive করতে চাইলে শেষ Option এ টিক দিয়ে নিচের বক্সে নাম্বার দিবেন অথবা Contact থেকে নাম্বার সিলেক্ট করবেন.. তারপর Accept ক্লিক করবেন..

তৃতীয়ঃ

Auto Missed Call এ ক্লিক করবেন..

“New Date” এ ক্লিক করবেন..

এখানে যাকে মিসকল দিতে চান মার নাম্বার দিবেন.. কতবার মিসকল দিতে চান, কত সেকেন্ডের মিসকল দিতে চান এবং কয়টার সময় মিসকল দিতে চান সিলেক্ট করে “save date” এ ক্লিক করবেন..

ঐ সময় হতেই automatically মিসকল যেতে শুরু করবে..

দেখুন তিনবার দিয়েছিলাম.. তিনবারই এসেছে.. 7:41 এ..

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 



Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar