ad720-90

সহজে Camtasia Studio 9 ভিডিও এডিটিং সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করুন। আপডেট ২০১৯


সকলেই ভিডিও এডিট করতে ভালবাসেন।  কিন্তু আমরা এডিটের জন্য ফ্রি কোন ভাল সফটওয়্যার খুঁজে পাই না। ভাল মানের সফটওয়্যার টাকা দিয়ে ব্যবহার করতে হয়। যারা নতুন তারাই বা কিভাবে টাকা দিয়ে সফটওয়্যার ব্যবহার করবে। এখন থেকে টাকার বিষয় নিয়ে চিন্তা করার কোন দরকার নেই। কারণ আমি আপনাদের জন্য এই রকম একটা ভাল মানে সফটওয়্যার নিয়ে আসলাম। যা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যার হল Camtasia Studio 9

Camtasia Studio 9 খুব ভাল মানের ভিডিও এডিটিং সফটওয়্যার। এর মাধ্যমে ভিডিও এডিট করা সহজ।

তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে কোন ঝামেলা ছাড়া Camtasia Studio 9 ভিডিও এডিটিং সফটওয়্যারটি ফ্রিতে এক্টিভেশন করবেন।

প্রথমে সফটওয়্যারটি

ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ

পাসওয়ার্ড 123

ডাউনলোড করার পর জিপ ফাইলটি আন জিপ করুণ।

আনজিপ করার পর ফাইল ফোল্ডার থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে run as administrator থেকে Camtasia.exe সফটওয়্যার টি ওপেন করুণ।

ইন্সটল সম্পূর্ণ হলে install successful লেখা আসবে।

সফটওয়্যার ওপেন হলে exit করে দিন।

exit করার পর ডাউনলোড করা ফোল্ডার থেকে ক্র্যাক ফোল্ডারে চলে আসুন।

এখন ক্র্যাক ফোল্ডার থেকে Patch.exe ফাইল কপি করে নিন।

এরপর ইন্সটল করা Camtasia সফটওয়্যারের শর্টকাট থেকে (যা desktop উইন্ডো তে খুজে পাবেন) মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশানে ক্লিক করবেন।

এরপর কপি করা ফাইল গুলো paste করে দিবেন।

ক্লিক করে Patch.exe ওপেন করবেন।

ওপেন হওয়ার পর Patch এ ক্লিক করবেন।

Done লেখা আসার পর exit করে দিন।

আপনার কাজ শেষ। এখন Camtasia সফটওয়্যারটি ওপেন করুণ আর সম্পূর্ণ এক্টিভেশনের মজা নিন।

টিউনটি কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar