ad720-90

Google AdSense নিয়ে চিন্তা? আর নয় চিন্তা আর নয় ভাবনা এক্ষুনি নিয়ে নিন AdSense এর সমস্যা ও সমাধান।


আশা করি আল্লাহর রহমতে
সবাই ভাল আছেন।

আজ একটি নতুন টপিক নিয়ে এলাম।

আমাদের এখন প্রায় অনেকের
সাইট রয়েছে কিন্তু এ সাইট খোলার
উদ্দেশ্য একটাই ঘরে বসে কিছু আয় করা।

তো এই আয় এর অন্যতম সোর্চ হলো
আজকের এই GooGle AdSense.

যারা AdSense কি জানেন না।
তারা ট্রিকবিডির Header and Footer এ তাকান
কি দেখতে পাচ্ছেন ২ টি এড তাই না?

এই টাই AdSense এড।
বাংলাই সোনার হরিণ। 😀

এই হরিণ কে পাওয়া যতটা কষ্টের
এই হরিণ কে ধরে রাখা আরো কষ্টকর।

কি রকম কষ্টকর?

আনেকে সাইটে ঢুকে হিংসা করে একি এডে
দিনে হাজার বার ক্লিক করে। যার ফলে
AdSense Account Suspend হয়ে যায়।

এসব আমরা বুঝি পেচাল বাদ দিয়ে Plugin
টার কাজ কি সেটা বলো? 🤪

১. অনেক সময় সাইটের Coding এ Bug থাকার কারনে
বা Class এর কারনে এড শো করেনা বা ঢেকে যাই
Plugin টি এসব ঢাকা ঢাকি থেকে বের করে। এড শো
করাবে।

২. ভালো মানুষেরা দিনে হাজার বার ক্লিক করে
যেন আপনার আয় বেশি হয়। কিন্তু
Google AdSense account suspended করে
দেই।
এর সমাধান এই Plugin টি। ব্যবহার করলে
এক বারের বেশি আর ক্লিক নিবেনা।
তাই হরিণ হারানোর ও ভয় নাই।

ওহ বুঝছি তাহলে এবার বলো কিভাবে
Plugin টি কাজ করাবো?

আরে মামা কোন করাকরি নাই Plugin Install
করে দিন ইঞ্জিন নিজ নিজেই করতে থাকবে।

Plugin name: Ad Inserter – AdSense plugin, WP Ads, Header Code

WordPress Plugin Store এ নাম ধরে সার্চ করলেই
পেয়ে যাবেন কেমন।

হুমমমমমম বুঝলাম………..
ভুল হলে ক্ষমা করবেন। পোস্ট এ কিছু টা Fun ঢুকাই দিয়েছি
কারন Trickbd খালি শেখাই না আনন্দ ও দেয়।

০০% ভেরিফাইড USA PayPal একাউন্ট সেল হবে মাএ ১০০০ টাকায়।
Email+Number+Address+Card+Bank Verified Account.
কিনতে যোগাযোগ করুন 01785829489





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar