ad720-90

Offline-এই যেকোনো ছবিকে Icon-এ রুপান্তর করুন মাত্র ১০ সেকেন্ডে


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে যেকোনো ছবিকে মাত্র ১০ সেকেন্ডেই Icon File (.ico) বানাতে পারেন। তো চলুন শুরু করা যাক।

 

এর জন্য আপনাকে প্রথমে একটা Software Download করতে হবে। নিচের link থেকে Download করুন (12 MB)-

Download Metro Style Icon Studio

এটা আসলে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু এটা Crack Version Included। Software টা Install করে Open করবেন না। তারপর Crack File টাকে C: > Program Files (x86) > Metro Style Icon Studio Location-এ Paste করে দিবেন। তারপর Open করলে নিচের মতো আসবে। এখানে Create a new icon from image file Option-এ ক্লিক করুন

 

এরপর আপনি যে ছবিকে Icon বানাতে চাচ্ছেন সেটা Select করে Open করুন।

 

তারপর উপরের বাম পাশে থাকা File Option-এ ক্লিক করে Apply and exit-এ ক্লিক করুন।

 

তারপর নিচের মতো Window আসবে।

 

এখানের File Option-এ ক্লিক করে Save as-এ ক্লিক করুন।

 

এরপর আপনার File-এর নাম দিয়ে Save Option-এ ক্লিক করুন।

 

এভাবে আপনার ছবি Icon File-এ Convert হবে। অবশ্য আপনারা আবার মনে করবেন না যে আপনার ছবিটা চলে যাবে। ছবিও থাকবে, Icon-ও হবে।

Raising World

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে আমার Channel টা ঘুরে আসবেন-

আসসালামু আলাইকুম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar