ad720-90

[Part-3]২মিনিটে একটি WordPress Website খুলে Auto Blogging করে টাকা আয় করুন


WordPress Website Creating & Auto Blogging এর সিরিজ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে এই সিরিজ এর তৃতীয় পর্ব।

গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে অটোম্যাটিক পোস্ট করার জন্য প্লাগিন সেট আপ করতে হয়। যারা গত পর্বের পোস্ট গুলো দেখেন নি তারা নিচের দেওয়া লিংক থেকে দেখে নিন।

পর্ব ১

পর্ব ২

এই পর্বে দেখাব কীভাবে SEO করার জন্য কীভাবে Yoast SEO সেট আপ করতে হয়। যদি এইটা নিয়ে ট্রিকবিডিতে আগ পোস্ট করা আছে…তারপর ও পোস্ট এর অংশ হিসেবে আমি আবার করতেছি।

প্রথমেই আপনার সাইটের ড্যাশবোর্ডে চলে যান।

সেখান থেকে Plugin>>Add New তে ক্লিক করুন।

তারপর সার্চ বক্সে Yoast SEO লিখে সার্চ করুন।

প্রথমে যেই প্লাগিন টি আসবে সেটা ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে এক্টিভ এ ক্লিক করে একটিভ করে নিন।

এবার ড্যাশবোর্ডে এ দেখবেন SEO নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। সেখানে ক্লিক করুন।
তারপর Cofigure Wizard এ ক্লিক করুন।

এবার সব কিছু আপনার নিজের মত করে দিয়ে নেক্সট দিয়ে যান।
এরপর দেখবেন Google Search Console এর সাথে কানেক্ট করতে বলছে। এখন Authenticate এ ক্লিক করুন।

এরপর আপনাকে সার্চ কন্সোল এ নিয়ে যাবে। সেখানে একটি কোড পাবেন।
কোড টি কপি করে নিন।
কপি করা কোড টি Yoast এ দিয়ে Authenticate এ ক্লিক করুন।


এবার আর কয়েকটি স্টেপ বাকি। বরাবর নেক্সট দিয়ে যান।
দেখুন সক্সেস আসলে আপনার SEO Complete…

আশা করি এই টুকু সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টি দেখুন।

প্রতিদিন অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলঃ Crack Labz





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar