ad720-90

VPN ফ্রিতে ব্যবহার করুণ। কোন ঝামেলার প্রয়োজন নেই।


VPN এর পূর্ণরূপ হচ্ছে  Virtual Private Network । ভিপিএন ইন্টারনেটে সংযুক্ত  ব্যক্তিগত ও নিরাপদ সংযোগে স্থাপন করে।

VPN ব্যবহার করবেন কেন?

অনেক ওয়েবসাইট শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকে ।ভিপিএন আপনাকে উক্ত ব্লক করা ওয়েবসাইট ব্রাউজ করতে দেয়।

VPN এর কাজ

  • সহজেই আপনি অ্যানোনমাস ইউজার হিসেবে ব্যবহার করতে পারবেন ফলে কেউ আইডেন্টিফাই করতে পারবে না।
  • নিজের আইপি অ্যাড্রেস হাইড করার জন্য সবচেয়ে সহজতম ও কার্যকারী উপায়।
  • ভিপিএন ব্যবহারের সময় আপনার ডাটা সম্পূর্ণরূপে এনক্রিপ্ট থাকে ফলে কোনো ইনফরমেশন আদান-প্রদানের সময় আপনি থাকবেন সুরক্ষিত ।

ফ্রি VPN ব্যবহার

প্রথমে লিংক সফটওয়্যার ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখেনে ক্লিক করুণ 

পাসওয়ার্ড 123

ডাউনলোড করার পর ইন্সটল করুণ।

ইন্সটল করার পর hss_2019 ফাইলটি কপি করে vpn ফাইল লোকেশান এ paste করুণ।

এর পর ক্লিক করে exe ফাইলটি run as administrator থেকে ওপেন করুণ। লোগোতে ক্লিক করুণ

এরপর ওকে করুণ। একটু সময় নিবে।  এরপর দেখবেন VPN ওপেন হয়েছে।

এবার পছন্দ মত সার্ভার নিয়ে চালাতে থাকুন।

আপনাদের বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে Activation আর  VPN কোন সমস্যা করতে কি কাজ করতে হবে তা দেখানো হয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

ধন্যবাদ।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar