ad720-90

সেরা অডিও ইডিটর ২০১৮ | Techtunes


———————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

আজকে যে বিষয় নিয়ে টিউন লিখতে বসছি সেটা হলো সেরা অডিও ইডিটিং সফটওয়্যার বিষয়ে। এটা শুধু মাত্র কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। অনেকেই অনেক ভাবে ভয়েজ রেকর্ড করেন এবং ইউটিউবে টিউবিং করে, তাদের ভয়েজ গুলা সুনতেও দারুণ লাগে। যারা টিউবিং করেন তাদের জন্য প্লাস পয়েন্ট হলো দারুণ তিনটা অডিও ইডিটর দিয়ে পারবেন আশা পূরণ করতে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা তিনটা সফটওয়্যার।

প্রথমেই থাকবে Audacity

Audacity


একটা অসাধারণ সফটওয়্যার, আপনি একদম প্রফেশনাল ভাবে আপনার অডিও গুলো ইডিট করতে পারবেন।
আরো কি কি কাজ করতে পারবেন তার জন্য আলাদা ভাবে ভিডিও বানিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন।

ডাউনলোড করতে চাইলে Download Audacity For Computerএখানে ক্লিক করেন

দ্বিতীয়তে আছে Apple Garage Band

Example


অসাধারণ আরেকটা সফটওয়্যার। Audacity’র মতই দারুণ কাজের জিনিষ। এতো এতো বৈশিষ্ঠ্য লিখতে অনেক সময় লাগবে কষ্ট করে ভিডিওতে দেখুন।
আর যদি ডাউনলোড করতে চান তাহলে Download For Mac এখানে ক্লিক করেন।

তৃতীয়তে আছে WavePad

Wavepad

আরেকটা অসাধারণ জিনিষ। বিস্তারিত বলবো না ইচ্ছা হলে ডাউনলোড করেন না হলে পস্তান। Download Wavepad For Computer

কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে আগামীতে টিউন করবো ভিডিও টিউটোরিয়াল দিয়ে।

আমার মনে হয় ভিডিও টিউন না করলেও চলবে। কারণ কাজ বেশি কঠিণ নয়! নিজে ট্রাই করলেই বুঝতে পারবেন। যদি সমস্যা হয়েই থাকে তাহলে টিউন প্রকাশ করবো সমস্যা নেই।

তাহলে আজকের মত আল্লাহ হাফেজ।

দেখা হবে আগামী টিউনে সে প্রর্যন্ত ভাল থাকুন, সুস্থ্য থাকুন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar