ad720-90

লাভের দ্বার প্রান্তে টেসলা: মাস্ক


ইমেইলে
মাস্ক বলেন, কর্মীরা যদি রোববারের চাপ সামলাতে পারেন উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রতিষ্ঠান
একটি “দারুন জয়” পেতে পারে– খবর সিএনবিসি’র।

আগের
কয়েক সপ্তাহ ধরেই সমালোচনা চলছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান
নির্বাহীকে নিয়ে। মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এর পক্ষ থেকে
মাস্কের বিরুদ্ধে আনা জালিয়াতির মামলা মীমাংসা করতে শনিবার টেসলা চেয়ারম্যানের পদ ছাড়তে
রাজি হন মাস্ক। সেইসঙ্গে দুই কোটি মার্কিন ডলার জরিমানা গুণতে হচ্ছে তাকে।

মাস্কের
বিরুদ্ধে মামলা করার দুই দিন পর শনিবার সিদ্ধান্ত জানায় এসইসি। আগের মাসে টুইটার পোষ্টের
মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে ফেডারেল আদালতে মামলা করে এসইসি। ৪২০
মার্কিন ডলার শেয়ার মূল্যে টেসলাকে ব্যক্তিগত মালিকানায় নেওয়ার ব্যাপারে টুইট করায়
মামলা হয় মাস্কের বিরুদ্ধে।

এসইসি’র
দাবি মাস্কের বিভ্রান্তিকর টুইটের কারণে ৭ অগাস্ট টেসলার শেয়ার মূল্য ছয় শতাংশ বেড়েছে।
এতে বাজারে লক্ষণীয় মাত্রায় বাধা সৃষ্টি হয়েছে।

২৮
সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর কর্মীদের পৃথক দুইটি ইমেইল পাঠিয়েছেন মাস্ক। এতে কর্মীদেরকে
“বিভ্রান্তি এড়াতে” বলা হয়। আরেক ইমেইলে বলা হয় “সমালোচকদের মিথ্যা প্রমাণের” খুব কাছে
রয়েছে তারা।

মাস্ক
আরও বলেন, “সব প্রত্যাশা ছাড়িয়ে জয় আনতে, টেসলাকে রোববারের উৎপাদনে সবটা দিতে হবে”
যা এই প্রান্তিকের ইতি টানবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar