ad720-90

এবার এন্ড্রুয়েড ফোন দিয়েই ইউটিউব থাম্বনাইলে নিজের ছবিতে সাদা আউটলাইন দিন ।


আমরা অনেকেই আছি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে চাই। কিন্তু প্রোফেশনালদের মতো পিসি / কম্পিউটার নেই বলে ইউটিউব থাম্বনাইল এ ভালো এডিট দিতে পারিনা। তাই আজকের এই টিউটোরিয়ালটি তাদের জন্য। যারা মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করেছেন/বা করতে চাচ্ছেন।

আসলে এই থাম্বনাইল এর ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম ১-২ সপ্তাহ ধরে

আমি অনেক খুজেছি এরকম। কিন্তু কোথাও মনের মত সুবিধা খুজেঁ পাইনি।

ইউটিউবে, গুগলে অনেক সার্চাসার্চি করেছি। কিন্তু দেখি সবাই পিক্সার্ট দিয়ে করছে আবার ভীশন কষ্ট/সময় নিয়ে। কিন্তু আমি সহয খুজেছিলাম। অবশেষে এক ইন্ডিয়ান ভাই আমাকে সমাধান দিল।। (ধন্যবাদ ভাই)

বক্করবক্কর না করে কাজে আসি।

প্রয়োজন সমুহঃ

  • Background Eraser
  • Pixel lab

এই দুইটি এন্ড্রুয়েড অ্যাপ

কার্যাবলিঃ

প্রথমে Eraser অ্যাপটি ওপেন করে যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ছবিটিকে লোড করুন।

এরপর আপনি ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করে তা রিমুভ করে ফেলুন ।।

আমি রিকমেন্ড করবো আপনার ছবিটা তোলার সময় ব্যাকগ্রাউন্ড এক কালারের রাখুন। তাহলে Auto তে ক্লিক করে সহযেই রিমুভ করা যায়।

আমি সেভাবেই করেছি রিমুভ।

সবশেষে PNG ফরম্যাটে সেজ করে ফেলুন।। ব্যাস।।

এবার Pixel Lab এ ঢুকুন তারপর,

import এ ক্লিক করে ঐ png ফাইল টা সিলেক্ট করুন।

png ফাইল বলতে আমি Eraser অ্যাপ দিয়ে যেটা বানিয়েছিলেন সেই ছবিটার কথা বলছি।

এবার মুভমেন্ট ঠিক রেখে Stroke এ ক্লিক করুন।(নিচের স্ক্রিনশট টা দেখুন)

stroke এ ক্লিক করার পর দেখবেন এখানে এটা ডিজেবল করা আছে তা এনাবল করে নিন এবং আপনার ইচ্ছামতো মোটা/পাতলা করে নিন 😛

আপনি চাইলে অন্যান্য কালারের ও করতে পারেন।

আপনার সিলেক্ট করা স্থান ছাড়াও আসেপাসে Color হয়ে গেলে সেই যায়গাটা Eraser এ ক্লিক করে ঠিক করে নিতে পারেন।। আর বলছিনা। এবার স্ক্রিনশট কথা বলবে।।

কিছু অপ্রোয়োজনীয় কথাঃ
ভাই অনেক কষ্ট করে পোষ্ট করি এই কথা বলে ভাব মারবো না। কেননা অন্যদের তুলনায় খুব সামান্য লিখি/এডিটিং ও বেশী করিনা ইমেজ গুলা। আসলে ভাল র‍্যামের ফোন চালাতে পারিনা বলে শান্তিতে পোষ্ট ও লিখতে পারিনা/ছবি এডিটিং পারিনা।। পোষ্ট টা লিখার সময় ৪-৫বার WordPress অ্যাপটা Crash করেছে।। যাই হোক। তাদের ক্লাউডে সরাসরি সিংক করে রাখে বলে আবার যায়গা থেকেই লিখতে পেরেছি৷ পরিক্ষা কয়দিন পর। আমি এখানে বসে পোষ্টিং করছি। দোয়া করবেন ভাই।

পোষ্টে কোনো ভুল হলে তা একটু দেখিয়ে দিবেন ভাই খুশি হবো। কিন্তু অপমান কইরেন নাহ।

এই ভাইয়ের কমেন্ট টা দেখে সত্যিই স্বল্প পরিমান হলেও কষ্ট পেয়েছি।।

আমার তৈরী একটা থাম্বনাইল দিয়ে দিলাম একজাম্পুলঃ


ছবিটিতে ক্লিক করলে আমার এই পোষ্টে চলে যাবে। (ট্রিকবিডির লিংক)





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar