ad720-90

নয় মাসে বিক্রি হয়েছে এক কোটি রেডমি ৫এ


শিয়াওমি
ইন্ডিয়া-এর হেড অফ ক্যাটেগরিজ অ্যান্ড অনলাইন সেলস রাঘু রেডি বলেন, “রেডমি ৫এ-তে থাকা
চমৎকার ফিচারগুলোর জন্য এটি আমাদের অন্যতম ব্লকবাস্টার স্মার্টফোন পণ্য, এতে উন্নত
মানের সঙ্গে সত্যিকারভাবে ন্যায্য দাম রাখা হয়েছে।”

২০১৭
সালের নভেম্বরে আনা এই স্মার্টফোনের দাম ধরা হয় প্রায় ১১০ ইউরো। এতে রয়েছে কোয়াড-কোর
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট ও তিন হাজার এমএএইচ ব্যাটারি।

চলতি
বছর মে মাসে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা হয়, “মার্চে
সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন হলো শিয়াওমি রেডমি ৫এ, যা শিয়াওমির
জন্য এমন প্রথম অর্জন। সামগ্রিকভাবে মার্চ মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া তৃতীয় স্মার্টফোন
রেডমি ৫এ।”

ওই
প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের
তালিকায় শীর্ষস্থানে ছিল আইফোন X। দ্বিতীয় অবস্থানে আইফোন ৮ প্লাসের পর তৃতীয় স্থানে
ছিল শিয়াওমি রেডমি ৫এ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar