ad720-90

নতুন আইপ্যাডে আসতে পারে ইউএসবি-সি


নতুন
আইপ্যাড প্রো নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু তথ্য সামনে এসেছে। এবার আইপ্যাড প্রো নিয়ে নতুন
তথ্য দিয়েছেন ডেভেলপার গুইলেরমে র‍্যাম্বো। নতুন আইপ্যাড প্রো-তে ইউএসবি-সি পোর্টের
বিষয়ে তিনি বলেন, পোর্টটি দিয়ে ৪কে এইচডিআর ভিডিও সমর্থন করে এমন মনিটর যোগ করা যাবে–
খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নতুন
পোর্ট আনায় ডিভাইসটি থেকে লাইটিনিং পোর্ট বাদ দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো
তথ্য পাওয়া যায়নি।

ইউএসবি-সি
পোর্টের পাশাপাশি নতুন আইপ্যাড প্রো-তে যোগ হতে পারে ফেইস আইডি। ধারণা করা হচ্ছে ল্যান্ডস্কেপ
ও পোর্টরেইট দুইভাবেই কাজ করবে এই ফেইস আইডি।

এবারে
অ্যাপল পেন্সিলের নতুন সংস্করণও আনতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
আর স্মার্ট কিবোর্ডেও পরিবর্তন দেখা যেতে পারে।

ঠিক
কবে নাগাদ নতুন আইপ্যাড উন্মোচন করা হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অক্টোবর
ইভেন্টের আয়োজন করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar