ad720-90

নির্মাণ কাজে বস্টন ডায়নামিকস-এর রোবট কুকুর


টোকিওর
ওই নির্মাণ সাইটে স্পটমিনির একটি ভিডিও শেয়ার করেছে সফটব্যাংক মালিকানাধীন বস্টন ডায়নামিকস।
ভিডিওতে দেখা গেছে নির্মাণ সাইটে নিজে নিজেই পথ খুঁজে বের করে চলছে স্পটমিনি।

সিএনবিসি’র
প্রতিবেদনে বলা হয়, ঘুরে বেড়ানোর পাশাপাশি নির্দিষ্ট কাজও দেওয়া হয়েছে রোবটটিকে।

রোবট
কুকুরটির পিঠে বিশেষ যন্ত্র দেখা গেছে যা নির্মাণ কাজের অগ্রগতির খবর রাখবে। আর বিস্তারিত
অনুসন্ধানের জন্য এর বাহুতে দেওয়া হয়েছে ক্যামেরা।

বস্টন
ডায়নামিকস-এর পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যেই উৎপাদন কাজ শুরু হয়েছে স্পটমিনি’র।

২০১৯
সালে এধরনের ১০০টি রোবট তৈরি করা হবে। ২০১৯ সালের দ্বিতিয়ার্ধে বিভিন্ন কাজে ব্যহারের
জন্য রোবটটি কিনতে পারবেন গ্রাহক।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar