ad720-90

কোন ডাটা চার্জ নেই! ফ্রিতেই জিপি ও রবি সিম দিয়ে সাইমুম সিরিজ ভিজিট করুন!


‘সাইমুম সিরিজ’ শ্রদ্ধেয় ‘আবুল আসাদ’ কর্তৃক লিখিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। অন্য সিরিজের মত এটা শুধু থ্রিলার সিরিজ নয়। একজন পাঠক ইতিহাস, ভুগোল, বিভিন্ন দেশের সংস্কৃতি বিশেষ করে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী বিশ্ব, বিভিন্ন দেশে মুসলিমদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারে এই সিরিজ পড়ে। পাঠককে রোমাঞ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য ও শিক্ষামূলক জ্ঞানের মাধ্যমে পাঠকের মনের মধ্যে নৈতিক চিন্তাধারার বিকাশ ঘটানো এবং তার মাঝে ক্রমে ক্রমে মনুষ্যত্ব এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার ভাবনাকে সুসংহত করার লক্ষ্য নিয়ে লেখা এই সিরিজটি। এই সিরিজ একজন পাঠকের হৃদয়ে ঈমানের আলো প্রজ্জ্বলিত করে। শ্রদ্ধেয় আবুল আসাদ ১৯৭৬ সালে ‘অপারেশন তেলআবিব-১’ এর মাধ্যমে এই সিরিজের সূচনা করেন।

আমাদের মুসলিম উম্মাহর নতুন প্রজন্ম ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন ধরণের অসুস্থ সংস্কৃতি তথা অশ্লীল নোভেল নাটক ও সিনেমার জালে আটকা পড়ে যাচ্ছে। তারা ইসলাম বিদ্বেষীদের হাজারো পাতা ফাদে আটকে পড়ে নিজেদের মুসলিম স্বকীয়তা ভুলতে শুরু করেছে। অসুস্থধারার সিনেমা ও উপন্যাস যখন নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের অতল গহ্বরের দিকে ধাবিত করছিল ঠিক সেই নাজুক মুহুর্তে যুব সমাজের কাছে নিজেদের স্বকীয়তাকে ধরে রাখার উপর গুরুত্ব দিয়ে যুগের অকুতোভয় সিপাহসালাররা এগিয়ে এসেছেন সুস্থ ধারার সংস্কৃতি গান, উপন্যাস ও নাটক নিয়ে।

ইসলামিক স্কলাররা বলে থাকেন বর্তমান যুগে মানুষকে সিনেমার বিভিন্ন সিরিয়াল ও অন্যান্য অসুস্থ সংস্কৃতি থেকে মুক্ত রাখতে ঠিক একই ধরণের সুস্থ ধারার সিরিয়াল ও সুস্থ সংস্কৃতি তাদেরকে উপহার দিতে হবে। তবেই, সহজে জাতিকে সেগুলোর মরণ ছোবল থেকে মুক্ত রাখা যাবে। বাংলাভাষী মুসলিম যুব সমাজের জন্য এমনি কিছু অকুতোভয় সিপাহসালার অসুস্থ সংস্কৃতির বিপরীতে সুস্থধারার সংস্কৃতি নিয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন গান, উপন্যাস ও নাটক ইত্যাদি নিয়ে। তবে, সেগুলো প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

মুসলিম সিপাহসালারগণ বাংলাভাষী যুব সমাজকে যেসব সুস্থধারার উপন্যাস উপহার দিয়েছেন তন্মধ্যে ‘সাইমুম সিরিজ’ তরুন সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়ে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এ সিরিজের লেখক মুহতারাম আবুল আসাদ বলেছেন- সাইমুম সিরিজটা আসলে আমি লিখেছি এমন একটা সময়ে, আসলে যখন আমি পরিকল্পনা করি ইসলামকে রাজনৈতিকভাবে আনতে হবে। তখন মনে করেছি কাজটা কঠিন হবে। এই জন্য আমি মনে একটা কিছু লিখতে চাই যাতে নতুন জেনারেশনের মধ্যে আমরা যে আলাদা জাতি, আমরা মুসলমান, আমাদের যে আলাদা পরিচয় আছে,- এই জিনিসটা যাতে করে তাদের মধ্যে সৃষ্টি হয় সেই বিষয়টাকে সামনে রেখে আমি সাইমুম সিরিজের পরিকল্পনা করি। এবং আমি চেষ্টা করেছি যে, এই সাজেশন সৃষ্টির জন্য যা যা করার দরকার, এই যেমন এর মধ্যে সবকিছুই আছে রোমাঞ্চ আছে, হিস্ট্রি আছে, তারপর এখানে গোয়েন্দা উপন্যাসের সব উপাদানই আছে। কিন্তু এর মূল উদ্দেশ্য হলো সবাইকে একটা দিকনির্দেশনা দেয়া। নিজের আত্মপরিচয়ের দিকে মানুষকে ফিরিয়ে আনা, বিশেষ করে তরুণ-তরুণীদের এখান থেকেই (এই দায়িত্ববোধ থেকেই) আমি আমার বইতে এই উদ্দেশ্য যাতে পূরণ হয় সেভাবেই সিরিজটিকে এগিয়ে নিচ্ছি।
আশা করি এতক্ষণে হয়তো সাইমুম সিরিজ নিয়ে ধারণা পেয়ে গেছেন।
এখন জানতে পারবেন কিভাবে সাইমুম সিরিজ ফ্রিতে দেখা যায়।

ফ্রিতে দেখতে যা করতে হবেঃ

  • প্রথমে freebasics.com এ যান। তারপর ঐ পেজের উপরে ঘেষে নিচে যাবেন।
    আরও বিনামূল্যে পরিষেবা যোগ করুন’ এতে ক্লিক করতে হবে।
  • সাইমুম সিরিজ লিখে সন্ধান করুন।

    সাইমুম সিরিজ এ ক্লিক করুন।

    যোগ করুন’ এ ক্লিক করতে হবে।

    হোমপেজে সাইমুম সিরিজের সবগুলো গল্পের বইয়ের লগো রয়েছে।

    হোমপেজের ডানপাশ থেকে অনলাইনে পড়ুন থেকে অনেকগুলো সাইমুম সিরিজের গল্প-উপন্যাস এর বই পাবেন। সাইমুম সিরিজের নতুন গল্প-উপন্যাস এর বই বের হলে এই তালিকায় যোগ হয়। পড়তে হলে যেকোন একটি গল্প-উপন্যাসে ক্লিক করতে হবে।

    এবার দেখুন বইটা ফ্রিতে পড়া/দেখা যাচ্ছে।

    গল্পের বইয়ের অনেকগুলো পৃষ্টা-চ্যাপ্টার রয়েছে। আপনি গল্পের মূল পেজে আছেন তাই এটা চ্যাপ্টার-পেজ ১। আপনি অন্যগুলোতে যেতে পেজের উপর থেকে ও নিচ থেকে দুভাবে যেতে পারবেন। উপর থেকে যেতে হলে চ্যাপ্টার থেকে যেকোন চ্যাপ্টারে যেতে পারবেন। আবার নিচ থেকে Pages থেকেও যেতে পারবেন।

    আর সম্পূর্ণ বই এক পেজে পড়তে অথবা দেখতে নিচের সম্পূর্ণ বই এক পেজে তে চাপতে হবে।

    তাছাড়া পেজের উপর থেকে আরও অনেক ক্যাটাগরি পাবেন।

  • এভাবে সাইমুম সিরিজ ফ্রিতে দেখা যাবে।
  • আমার সাইমুম সিরিজের বইগুলো সেই লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। মিস করবেন না!





    সর্বপ্রথম প্রকাশিত

    Sharing is caring!

    Comments

    So empty here ... leave a comment!

    Leave a Reply

    Sidebar