ad720-90

অ্যাপলের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইভেন্ট আগালো ওয়ানপ্লাস


এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।

ওয়ানপ্লাস কমিউনিটি ফোরাম-এর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পে লাও এ নিয়ে একটি পোস্টও দিয়েছেন। ওই পোস্টে তিনি এই ‘কঠিন সিদ্ধান্ত’ ব্যাখ্যা করেছেন।

একই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই দুই ইভেন্ট হওয়ার কথা থাকলেও, ওয়ানপ্লাস এখন তাদের ইভেন্ট ২৯ অক্টোবর আগের একই স্থানে একই সময়ে করার ঘোষণা দিয়েছে।

ওয়ানপ্লাস-এর ইভেন্টে এখন পর্যন্ত এক হাজার জনের বেশি লোক উপস্থিত হবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। টিকেট কেটে প্রবেশের এই ইভেন্টে সাংবাদিক ও ওয়ানপ্লাস ভক্তরা অংশ নেবেন। কেউ একটি স্মার্টফোন কেনার পর টিকেটের খরচ ফেরত দিয়ে দেবে প্রতিষ্ঠানটি।

ওয়ানপ্লাস এখন অংশগ্রহণকারীদেরকে নতুন তারিখ জানাচ্ছে। এ কারণে অনুষ্ঠানে অংশ নিতে কারও ফ্লাইট বদলাতে হলে সেজন্য ভ্রমণের খরচ বহন করতেও রাজি প্রতিষ্ঠানটি। আর যারা অংশ নিতে পারবেন না তাদেরকে পুরো টিকেটের অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে।

আরও খবর-

৩০ অক্টোবর আসছে ওয়ানপ্লাস ৬টি
 

এ মাসেই আসছে নতুন ম্যাক, আইপ্যাড?
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar