ad720-90

আইওএস-এ এলো নতুন ইমোজি


নতুন
এই ইমোজিগুলোর মধ্যে বেইগেল আর ঝাড়ুও রয়েছে। 

আইওএস
১২.১ আপডেটের সঙ্গে নতুন এই ইমোজিগুলো আনা হয়েছে।

এক
প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “বিশ্বের সবখানে মানুষ যোগাযোগের জন্য
ইমোজি ব্যবহার করছে।”

“আইওএস
১২.১ কিবোর্ডের আরও ক্যারেক্টার এনেছে এগুলো বৈশ্বিক ব্যবহারকারীদের আরও ভালোভাবে প্রতিনিধিত্ব
করবে।”

এগুলোর
মধ্যে লাল খামের গিফট আর ন্যাজার অ্যামুলেটও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ন্যাজার
অ্যামুলেট বলতে খারাপ শক্তি থেকে রক্ষা করতে ব্যবহৃত বিশেষ তাবিজ বা এ ধরনের কিছুকে
বোঝানো হয়। 

খেলাধূলাপ্রেমিদের
জন্যও নতুন ইমোজি আনা হয়েছে। এক্ষেত্রে সফটবল, ফ্রিজবির মতো খেলাগুলোর প্রতিনিধিত্ব
করে এমন ইমোজি রয়েছে।

এই
সব ইমোজি ইউনিকোড কনসোর্টিয়াম-এর কাছ থেকে অনুমোদনের ভিত্তিতে বানানো হয়েছে। ৩০ অক্টোবর
এই ইমোজিগুলো ছাড়া হয় বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar