ad720-90

শতকোটি ডলারের পেন্টেন্ট ভেঙ্গেছে ফোকসভাগেন: ব্রডকম


সেইসঙ্গে
এ নিয়ে কয়েকটি গাড়ি বিষয়ে বিচার বিভাগ থেকে নিষেধাজ্ঞা চাওয়ার হুমকিও দিয়েছে মার্কিন
প্রতিষ্ঠানটি, শুক্রবার এমন খবর প্রকাশ করেছে জার্মান সাময়িকী ডের স্পিগাল।

শুক্রবার
ফোকসভাগেন-এর মুখপাত্র রয়টার্স-কে বলেন, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্রডকম
আইনি পদক্ষেপ নিয়ে একটি নথি দাখিল করেছে। পেটেন্ট লঙ্ঘনের কথা দাবি করে এই নথি দাখিল
করা হলেও এতে এর আকার নিয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

“ফোকসভাগেন
এই দাবি নিয়ে পরীক্ষা করছে এবং আইনি লড়াইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।”

জার্মান
সাময়িকীটি জানিয়েছে, নিজেদের কিছু গাড়িতে দিকনির্দেশনা ও বিনোদনের জন্য ফোকসাভেগন ব্রডকম-এর
সেমিকন্ডাকটর নিয়ে করা ১৮টি পেটেন্টের প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা গিয়েছে।

চলতি
বছরের শুরুতে ব্রডকম যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠান টয়োটা ও ইলেকট্রনিক
প্রতিষ্ঠান প্যানাসোনিক-এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar