ad720-90

এয়ারডট- নামে শিয়াওমির ‘এয়ারপড’!


এয়ারডট
নাম দেওয়া এই ইয়ারবাডের দাম ৩০ ডলারের নিচে হলেও এতে অ্যাপলের এয়ারপডের মতো প্রায় সব
সুবিধা রয়েছে বলে দাবি চীনা প্রতিষ্ঠানটির। এসব সুবিধার মধ্যে ট্যাপএবল কনট্রোল ও একটি
কমপ্যাক্ট চার্জিং কেইস-এর কথা উল্লেখ করা হয়েছে। তবে ভিন্নতা হচ্ছে এয়ারডট-এ সিলিকন
টিপ ব্যবহার করা হয়েছে। এর ফলে এই ইয়ারবাড আরও ভালো শব্দ ও সুরক্ষা দিতে পারবে বলে
জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এতে ব্লুটুথ ৫.০ ব্যবহার করা যাবে।

ছবি- শিয়াওমি

ছবি- শিয়াওমি

চীনে
১৯৯ ইউয়ান মূল্যে এয়ারডট প্রি-অর্ডার দেওয়া যাবে। তবে, এতে এয়ারপডের মতো শব্দের মান
ও পারফরম্যান্স পাওয়ার সম্ভাবনা কম, এমনটাই ভাষ্য প্রযুক্তি সাইট ভার্জ-এর।

এয়ারপডের
মতো সব সুবিধা ব্যবহারের সুবিধা দেয় বলে দাবি করা একশ’ ডলারের অপো ও-ফ্রি তারবিহীন
ইয়ারবাড-এ এয়ারপডের কাছাকাছি সেবাও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এর
আগে চলতি বছরের শুরুতে শিয়াওমি ১৫ ডলার মূল্যের তারবিহীন চার্জারের ঘোষণা দেয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar