ad720-90

কর ফাঁকি ঠেকাতে সামাজিক মাধ্যমে তল্লাশিতে ফ্রান্স


ফ্রান্সের ‘বাজেট মিনিস্টার’ জেহালদ ডাখমেনান ‘ক্যাপিটাল’ নামের এক সাপ্তাহিক টিভি অনুষ্ঠানে এ কথা বলেন- উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

এই প্রকল্পের ধারণা হচ্ছে, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে পাবলিক করে রাখা ডেটা বিশ্লেষণা করে সম্ভাব্য করফাঁকিদাতাদের শনাক্ত করা, বলেন ডাখমেনান। তিনি আরও বলেন, “আপনার একটি বিলাসবহুল গাড়ির সঙ্গে একাধিক ছবি আছে কিন্তু এমন একটি গাড়ির মালিক হওয়ার উপায় আপনার নেই, এই বিষয়গুলো আর্থিক প্রশাসন দেখতে পারবে, হয়তো আপনার ‘কাজিন’ বা আপনার ‘গার্লফ্রেন্ড’ আপনাকে এটি ধার দিয়েছে… বা হয়তো না।”

কর জালিয়াতি ঠেকাতে কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে গেল মাসে ফ্রান্সে চালু হওয়া একটি আইনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই আইনের মাধ্যমে আর্থিক বিষয়াদি নিয়ন্ত্রণে অনলাইন ডেটা ব্যবহারের পরিসর বাড়ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar