ad720-90

অ্যাপেল দেবে বিনামূল্যে ডিসপ্লে বদলের সুযোগ !


iPhone X লঞ্চের আগে মার্কেটে সেটটিকে নিয়ে উন্মাদনা ছিল যথেষ্ট ৷ কিন্তু সময়ের সঙ্গে আসতে থাকে রিভিউ ৷ সেখান থেকেই সেটটির টাচজনিত কিছু সমস্যা সামনে আসে ৷ এরপরই সংস্থা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এবং ডিসপ্লে ক্রটির সমস্যার কথা স্বীকার করে নেয় ৷ সঙ্গে সঙ্গে উপায়ও বলে দেয়। যেসব iPhone X ক্রেতাদের ডিসপ্লেতে সমস্যা রয়েছে ৷ তারা বিনামূল্যে ডিসপ্লেটি বদলের সুযোগ পাবেন ৷

অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংস্থা জানাচ্ছে, প্রযুক্তিগত ক্রটির কারণে অ্যাপেলের বেশ কয়েকটি সেটে (iPhone X) এই ধরণের সমস্যা দেখা যেতে পারে ৷ তাই তাদের জন্যই এই বিশেষ সুযোগটি নিয়ে এসেছে সংস্থাটি ৷ অনেকে আবার এটিকে সংস্থার সুক্ষ একটি কৌশল বলেও মনে করছেন ৷ কোন প্রডাক্টের খারাপ রিভিউ মার্কেটে খারাপ প্রতিচ্ছবি তৈরি করে সংস্থাটির সম্পর্কে ৷ মার্কিনি সংস্থাটিরও অবস্থা সেই রকম ৷ ভাবমূর্তি পুনরায় ভাল করার একটি পদক্ষেপ এটি ৷ এমনই মনে করছেন ইউজার সহ এক্সপার্টদের একাংশ ৷

অন্যদিকে, অনেকেই আবার বুঝে উঠতে পারেন না তাদের ফোনের ডিসপ্লেতে কোন সমস্যা রয়েছে কিনা ৷ ডিসপ্লে জনিত সমস্যা বোঝার জন্য করতে পারেন একটি ছোট্ট পরীক্ষা ৷ যেখানে ধরা পড়বে টাচিংয়ের ইস্যুটি ৷ অনেক সময়ই ডিসপ্লেতে টাচ করার সঙ্গে সঙ্গে কাজ করে না ডিসপ্লেটি ৷ অনেক দেরীতে রেসপন্স করে ৷ সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া অনেক সময় বিনা টাচেই রেসপন্স করে ডিসপ্লে৷ সেক্ষেত্রেও থাকতে পারে ডিসপ্লের সমস্যা ৷

তবে, শুধুমাত্র iPhone X এর উপরেই স্ক্রিন রিপ্লেসমেন্টের অফারটি দিচ্ছে সংস্থা ৷ অন্য কোন আইফোন মডেল এই অফারের আওতায় পড়ছে না ৷ ইউজাররা যাতে অবৈধ এবং অতিরিক্ত লাভের জন্য অফারটিকে ব্যবহার করতে না পারেন সেজন্যই এমন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ ৷ অনেক সময়ই ইউজাররা এই ধরণের অফারের অতিরিক্ত লাভ নিয়ে থাকেন৷ অন্যদিকে, কিছুদিন আগেই বাজারে এসেছে iPhone XS, iPhone XS Max৷ তবে এর আগে সবথেকে দামি সেটের মধ্যে ছিল iPhone X ৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar