ad720-90

প্লেস্টেশন কনট্রোলারে আসছে পুরো টাচস্ক্রিন? 


এর
আগে সনি ইন্টারঅ্যাকটিভ কনট্রোলার আনার বিষয়ে আভাস দিয়েছে। তারপর প্রতিষ্ঠানটি বর্তমানে
বাজারে থাকা এলইডি লাইট বারযুক্ত পিএস৪ কনট্রোলার নিয়ে আসে।

এর
আগে নিনটেনডো উয়ি ইউ গেইমিং কনসোলের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। তারও আগে সেগা ড্রিমকাস্ট
ডিভাইসেও ছিল এই ফিচার।

ডুয়ালশক
৪ কন্ট্রোলারের টাচপ্যাডকে ডেভেলপাররা শুধু বড় একটি ‘পজ বাটন’ হিসেবেই কাজে লাগিয়েছে।
তাছাড়া প্লেস্টেশন কন্ট্রোলারে পর্দা যোগ করলে এটির দাম আরও বাড়বে। তারপরও ধারণা করা
হচ্ছে কন্ট্রোলারে পর্দা যোগ করে সঠিক দিকেই এগোচ্ছে সনি।

আপাতত
এটি শুধুই নতুন পেটেন্ট। ভবিষ্যতে সনির গেইমিং কন্ট্রোলারে পর্দা যোগ করা হবেই এমনটা
তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar