ad720-90

শত কোটি ডলারে জমি কিনলো গুগল


নতুন
কার্যালয়ের জন্য জমি কেনার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির
এক প্রতিনিধি। তবে, এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি ওই ব্যক্তি।

ভারতীয়
সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, নতুন কেনা জমি প্রতিষ্ঠানের গুগলপ্লেক্স
প্রধান কার্যালয়ের জমির চেয়ে বড়।

চলতি
বছর যুক্তরাষ্ট্রের বে এরিয়া-তে এটিই সবচেয়ে বড় জমি কেনার ঘটনা। আর এ বছর দেশটিতে জমি
ক্রয়ে দ্বিতীয় বৃহত্তম ঘটনা এটি।

প্রস্তাবিত
ট্রানজিট ভিলেজ বানাতে ইতোমধ্যে স্যান হোসেতেও সম্পত্তি কেনা শুরু করেছে সার্চ জায়ান্ট
প্রতিষ্ঠানটি। আর মাউন্টেইন ভিউ, সানিভেল, ডাউনটাউন স্যান হোসে এবং উত্তর স্যান হোসেতে
জমি কিনতে অন্তত ২৮৩ কোটি মার্কিন ডলার খরচের কথাও জানিয়েছে গুগল।

চলতি
বছরের শুরুতে ২৪০ কোটি ডলারে ম্যানহাটনের চেলসি মার্কেটও অধিগ্রহণ করেছে গুগল। যুক্তরাষ্ট্রে
এ বছর কেনা সম্পত্তিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar