ad720-90

অ্যাপলে সাবেক টেসলা কর্মী


টেসলার
মডেল ৩, এস, এক্স এবং ওয়াই-এর সঙ্গে রোডস্টার ভি২ ও সেমি নিয়েও কাজ করেছেন কিম।

সোমবার
প্রযুক্তি সাইট ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, কিম-এর লিঙ্কডইন প্রোফাইলের তথ্যমতে
তিনি চলতি বছর ডিসেম্বরে অ্যাপলে যোগ দিয়েছেন। আর তার ইনস্টাগ্রাম প্রোফাইলের তথ্যমতে
মঙ্গলবারই ছিল অ্যাপলে তার প্রথম কর্মদিবস।

চলতি
বছর অগাস্টে অ্যাপলে ফের যোগ দেন টেসলার প্রধান যান প্রকৌশলী ডগ ফিল্ড। তার কয়েক মাস
পরই অ্যাপলে এলেন কিম।

আইএএনএস-এর
প্রতিবেদনে বলা হয়, তিনি মাইক্রোসফট উইন্ডোজ ১০ ইউআই এবং হলোলেন্স ও এক্সবক্স ওয়ান
এস তৈরির প্রকল্পেও কাজ করেছেন।

এর
আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হওয়, অ্যাপল ২০১৮ সালে কয়েকজন
সাবেক টেসলা কর্মীকে নিয়োগ দিয়েছে।

সিলিকন
ভ্যালিতে গোপন রাখা প্রকল্পগুলোর মধ্যে ‘সবচেয়ে বাজেভাবে গোপন রাখা হচ্ছে’ অ্যাপল কার
প্রকল্পকে, এমনটাই মত প্রযুক্তি খাতের অনেক বিশেষজ্ঞের। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় কয়েকটি
স্বচালিত লেক্সাস এসইউভি নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar