ad720-90

১০এক্স অপটিক্যাল জুম ক্যামেরায় নজর অপো’র


১৬ জানুয়ারি উন্মোচন ইভেন্টের ঘোষণা দিয়েছে অপো। টিজার হিসেবে নতুন স্মার্টফোনের ছবিও দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এর ট্যাগলাইনে চীনা ভাষায় লেখা হয়েছে, “দৃষ্টির চেয়ে ১০ গুণ দেখুন, শীঘ্রই দেখা হচ্ছে।”

কয়েক সপ্তাহ আগেই অপো’র নতুন ডিভাইস নিয়ে টুইটারে তথ্য এসেছে আইস ইউনিভার্স অ্যাকাউন্ট থেকে। স্মার্টফোনের তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে এর। ওই টুইট পোস্টে অপো’র এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, কনজিউমার ইলেকট্রনিকস শো বা আসছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ১০এক্স প্রযুক্তি দেখানো হতে পারে।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, এবারে নতুন এই প্রযুক্তির প্রোটোটাইপ দেখানো হলেও গ্রাহকের ডিভাইসে এখনই যে এর ব্যবহার দেখা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

২০১৫ সালেও ৫এক্স অপটিক্যাল জুমের প্রোটোটাইপ দেখিয়েছিলো অপো। প্রযুক্তিটি ভালোভাবে কাজ করা সত্ত্বেও পরবর্তীতে কোনো ডিভাইসে এর ব্যবহার দেখা যায়নি।

বলা হচ্ছে, স্মার্টফোনে নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাতে আগ্রহ রয়েছে অপো’র। এবার ২০১৯ সালে তাদের নতুন প্রযুক্তির বাস্তবিক ব্যবহার দেখাও যেতে পারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar