ad720-90

নিবন্ধনভিত্তিক গেইমিং সেবা আনছে অ্যাপল


প্ল্যাটফর্মটি
এখনও শুরুর পর্যায়ে থাকায় ধারণা করা যাচ্ছে না এতে কী ধরনের গেইম থাকবে এবং নিবন্ধন
মূল্য কেমন হবে।

ভারতীয়
সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকেই বিষয়টি নিয়ে
গেইম ডেভেলপারদের সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছে অ্যাপল।

বাছাই
করা গেইমগুলোর প্রচারণা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ দেখাশোনা করতে প্রকাশকদের সঙ্গে
আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে
নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে ‘অরিজিনাল শো’ বানাচ্ছে অ্যাপল। আর অ্যাপল মিউজিকের
গ্রাহক সংখ্যা বাড়াতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বও করেছে তারা।

ধারণা
করা হচ্ছে, ২০২১ সালের মধ্যে মোবাইল গেইমিং এবং ই-স্পোর্টস খাতের মূল্য হবে ১০ হাজার
কোটি মার্কিন ডলার। এমন সময়ে কমেছে আইফোন বিক্রির সংখ্যাও। ফলে অ্যাপ স্টোর গেইমে নিবন্ধন
সেবা প্রতিষ্ঠানের আয় বাড়াতে পারে বলেও বলা হচ্ছে।

বর্তমানে
অ্যাপ স্টোরে কেনাকাটার ৩০ শতাংশ নেয় অ্যাপল। নিবন্ধন সেবা চালু হলে প্রথম বছরে এটি
কমিয়ে ১৫ শতাংশ করা হবে।

২০১৭
সালে অ্যাপল প্রধান টিম কুক ঘোষণা দেন ২০২০ সালের মধ্যে সেবা ব্যবসা থেকে আয় দ্বিগুণ
করে পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে নেওয়া হবে। ২০১৮ অর্থ বছরে এই খাত থেকে আয় হয়েছে
প্রায় ৩৮০০ কোটি ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar