ad720-90

[Hot Tune] এবার Kinemaster দিয়েই আপনার ভিডিও তে Cinematic Black Bar ইফেক্ট দিন খুব সহজে, 100% Working


আসসালামু আলাইকুম। Hello, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন, আর ভালো থাকবেন ই না কেনো। কেননা যারা আমাদের সাথে থাকে তারা সাধারণত ভালোই থাকে।

তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টিওটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক।

আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা খুব সহজেই ভিডিও তে সিনেমাটিক ব্লার বার ইফেক্ট দিতে পারবেন। আপনারা অনেক সময় দেখে থাকবেন কোনো ভিডিও Play হওয়ার সময় উপর এবং নিচ দিক থেকে কালো পর্দা উউে গিয়ে ভিডিও শুরু হয়। এটাকেই বলে ব্লাক বার ইফেক্ট। আজকে আমি Kinemaster দিয়ে এটা করে দেখাবো।

তো চলুন দেখে নিই কিভাবে এটা করবেন

প্রথমে আপনাদের ২ টা ফাইল লাগবে। একটা হলো এপ এবং আরেকটা হলো গ্রিন স্কিন। নিচ থেকে প্রথমে ডাউনলোড করে নিন:

1. Kinemaster Pro With Layer: Download

2. Green Screen: Download

এবার আপনার ফোনে Kinemaster টা Install করে নিন। এখন নিচের Screenshot এর মতো কাজ করুন:

এবার Export করে দেখুন ভিডিও তৈরি হয়ে গেছে।

এই পোস্ট টি প্রথম প্রকাশিত হয় আমার সাইট: ITExpertBD.Xyz এ। আপনারা চাইলে একবার ভিসিট করে দেখতে পারেন।

যারা এখনো বোঝেন নি তারা আমার ভিডিও টা দেখে আসতে পারেন। ভিডিওতে আমার তৈরি করা ভিডিও সহকারে সবকিছু দেখানো হয়েছে। নিচ থেকে ভিডিও টা দেখে নিন:

Link: Free Basic ব্যবহারকারীরা এখানে এ গিয়ে ভিডিও টা দেখে আসুন।

আজকের মতো এখানেই শেষ

আশা করি সবকিছু বুঝতে পারছেন। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এত কষ্ট করে পোস্ট করি, প্লিজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল টা Subscribe করতে ভুলবেন না। কেননা আমরা প্রতিদিন নানারকম টেক রিলেটেড সহ সব ধরনের ভিডিও দিয়ে থাকি।

Please Wait For Next Post

আপনারা যদি কমেন্ট করে লেখক কে উৎসাহ দেন তাহলে লেখকের লিখার আগ্রহ বৃদ্ধি পায়। তাই প্লিজ কমেন্ট এ আপনি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনারা পরবর্তীতে কি নিয়ে পোস্ট চান তা অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

The post [Hot Tune] এবার Kinemaster দিয়েই আপনার ভিডিও তে Cinematic Black Bar ইফেক্ট দিন খুব সহজে, 100% Working appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar