ad720-90

পদে নেই অ্যাপলের দীর্ঘদিনের সিরি প্রধান


সিরি
প্রধানের পদ থেকে সরানো হলেও প্রতিষ্ঠানের অন্য পদে দায়িত্ব পালন করবেন স্টেসিওর–
খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের।

২০১২
সালে অ্যামাজনের এ৯ রিটেইল সার্চ দল থেকে স্টেসিওরকে নিয়ে আসে অ্যাপল। সিরির মূল সহ-প্রতিষ্ঠাতারা
ততদিনে অ্যাপল ছেড়ে গেছেন । সিরির পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতেই নিয়োগ পান স্টেসিওর।

শুরু
থেকেই অ্যাপলে জটিলতার মধ্যে ছিল ভয়েস অ্যাসিস্টেন্ট সিরি। চমক নিয়ে বাজারে আসার পর
দ্রুত পণ্যটির আপডেট আনতে ব্যর্থ হওয়ায় প্রতিদ্বন্দ্বীরা কিছু দিক থেকে সিরির ক্ষমতাকে
ছাড়িয়ে গেছে। অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টেন্ট প্ল্যাটফর্মে অন্তত তেমনটাই
দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৮
সালের এপ্রিল মাসে এআই ও মেশিন লার্নিং বিভাগের নেতৃত্ব দিতে গুগলের জন গিয়ানআন্ড্রেয়াকে
নিয়োগ দেয় অ্যাপল। সিরি এবং কোরএমএল-এর মতো প্ল্যাটফর্মগুলোও রয়েছে এই বিভাগের আওতায়।

ধারণা
করা হচ্ছে গিয়ানআন্ড্রেয়াকেই নতুন সিরি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে
জানতে টেকক্রাঞ্চের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar