ad720-90

গ্যালাক্সি এস১০-এ ওয়াই-ফাই ৬!


ডিভাইসে ওয়াই-ফাই ৬ থাকলেই দ্রুতগতি
পাওয়া যাবে বিষয়টি অবশ্য এমন নয়। এর জন্য ওয়াই-ফাই ৬ রাউটারও লাগবে। আর আলাদা আলাদা
ডিভাইসে খুব বেশি গতি বাড়তে দেখা যায় না ওয়াই-ফাই ৬-এ। বাড়ি বা ওয়াই-ফাই নেটওয়ার্ক
যেখানে অনেক বেশি ডিভাইস যুক্ত থাকে সেগুলোর কার্যকরিতা বাড়াতেই আনা হয়েছে ওয়াই-ফাই
৬।

ডিভাইসে ওয়াই-ফাই ৬ সমর্থন তাই এখন
খবু বেশি প্রভাব ফেলবে না। তবে ভবিষ্যতে বেশ কার্যকরি হতে পারে এটি।

এখন পর্যন্ত খুব বেশি ওয়াই-ফাই ৬
ডিভাইস বাজারে আসেনি। তবে গ্যালক্সি এস১০ সেটি পরিবর্তন করবে বলে ধারণা করা হচ্ছে।

২০ ফেব্রুয়ারির ইভেন্টে উন্মোচন করা
হবে নতুন গ্যালাক্সি এস১০-এর তিনটি সংস্করণ। ওয়াই-ফাই ৬ সমর্থক কোয়ালকম স্ন্যাপড্রাগন
৮৫৫ প্রসেসর থাকবে ডিভাইসটিতে।

এখন পর্যন্ত বিস্তৃতভাবে এই চিপের
ব্যবহার শুরু হয়নি। তবে, বছরজুড়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এই প্রসেসর ব্যবহার করা
হবে বলেই ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar