ad720-90

হার্ডডিস্কে জায়গা ঠিকই দেখাচ্ছে কিন্তু ফাইল শো করছে না? সমাধান নিন | Techtunes


সেদিন অচেনা কেউ একজন আমাকে ফোন দিয়েছিল। বলল যে তার হার্ডডিস্কে জায়গা ঠিকই দেখাচ্ছে কিন্তু ফাইল শো করে না। আমার কাছে সমাধান চাইল। আমি তখন একটা বিশেষ কারণে অমনযোগী থাকায় তাকে কোন সমাধান দিতে পারিনি। পরে মনে হলে তাকে ফোন দিলাম। কিন্তু পেলাম না। সম্ভবত কোন ফ্যাক্স থেকে ফোন দিয়েছিল। তাই টিউনটা করতে বসলাম যাতে করে  তার পাশাপাশি আপনারাও লাভবান হতে পারেন।

আমার একবার এ ধরনের সমস্যা হয়েছিল। তখন আমি যা করেছিলাম তা-ই সবার সাথে শেয়ার করছি।

আগে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এই লিংক থেকে যার  সিরিয়াল কি গুলো হলো:-

http://pastebin.com/E8Ft7ZeK

সফটওয়্যারটি ইন্সটল দেবার পর দেখবেন যে Disk Defragment নামে একটা অপশন আছে।

  • সেখানে ক্লিক করে আপনার সমস্ত ড্রাইভ Defragment করে নিন।
  • এক্ষেত্রে ফোল্ডারগুলো এলোমেলো হয়ে যেতে পারে কিন্তু তাতে চিন্তার কিছু নেই। পিসি রিস্টার্ট দিন।
  • দেখবেন আগের জায়গা খাওয়া ফাইলগুলো এইবার শো করছে।

আর সফটওয়ারটির গুনগান নাইবা করলাম। কারণ, আপনারা সবাই জানেন যে পিসির জন্য এর উপরে কোন সফটওয়ার হয়না। টিউনটা মনে হয় খুব ছোট হয়ে গেল। যাকগে, ভাল থাকবেন। আর যে ভাই আমাকে সেদিন ফোন দিয়েছিলেন তিনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন। সময় করে একদিন লিখব।

ধন্যবাদ সবাইকে আবারও।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar