ad720-90

এবার ফোল্ডএবল ফোন দেখালো অপো


ডিভাইসটির শুধু ছবি দেখিয়েছেন অপো’র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন। আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা হয়নি।

চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে নতুন এই ডিভাইসটির ছবি পোস্ট করেন শেন। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রোটোটাইপ ডিভাইসটি উৎপাদন করার কোনো পরিকল্পনা নেই অপো’র। গ্রাহকের যথেষ্ট চাহিদা থাকলেই হয়তো বাজারে আনা হবে ডিভাইসটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ফোল্ডএবল স্মার্টফোনের নকশায় হুয়াওয়েকে অনুসরণ করছে অপো। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে একটি ওলেড প্যানেল, যা বাইরের দিকে ভাঁজ করা যায়।

ডিভাইসের এক পাশে হুয়াওয়ে’র ফোনের মতো একটি মোটা বারও রাখা হয়েছে। ক্যামেরা, ফ্ল্যাশসহ অন্যন্য সেন্সর বসানো হয়েছে ওই অংশে।

নতুন এই ফোল্ডএবল স্মার্টফোনটি অপো বাজারে আনবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নকশা দেখে ধারণা করা হচ্ছে চলতি বছর হুয়াওয়ের এই নকশা অনুসরণ করবে অনেক প্রতিষ্ঠনই।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar